গরু পাচার-কাণ্ডে এবার তদন্তে গতি বাড়াল সিবিআই। মামলার তদন্তে আজ বুধবার সকাল থেকে বীরভূমের বিভিন্ন জায়গাতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। একই সঙ্গে তল্লাশি চলে কলকাতার বিভিন্ন জায়গাতেও। সিবিআইয়ের অন্তত ছয়টি দল কলকাতা এবং বীরভূমের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে।
অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চলে বলে জানা যাচ্ছে। প্রায় কয়েক ঘন্টা ধরে তদন্তকারী আধিকারিকরা এই তল্লাশি চালায় বলে খবর। আর এই দীর্ঘ তল্লাশিতে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ১৭ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর।
এছাড়াও বেশ কিছু নথি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে বলে খবর। এছাড়া একাধিক ইলেকট্রনিক ডিভাইস, লকারের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন সকালেই বীরভূমে সিবিআইয়ের বেশ কয়েকটি দল পৌঁছে যায়। বীরভূমের 'সেনাধিপতি' অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ তিন তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিবিআই।
West Bengal | CBI today conducted searches at 13 locations including in Kolkata & District Birbhum at houses of 2 persons in an ongoing investigation of cattle smuggling case. Rs 17 lakh in cash, 10 mobile phones besides several incriminating documents recovered: CBI PRO
— ANI (@ANI) August 3, 2022
তল্লাশি চলে মহম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, পূর্ত কর্মাধক্ষ্য আব্দুল কেরিম খান ও তার সহযোগী জিয়াউল হক শেখের বাড়িতে। প্রায় কয়েকঘন্টা ধরে তাঁদের বাড়িতে তল্লাশি বলে জানা যাচ্ছে। টুলু মণ্ডল পাথরের ব্যবসা করেন। এমনকি পেট্রোল পাম্পও রয়েছে। সেখানেও এদিন তদন্তকারীরা তল্লাশি চালিয়েছেন বলে জানা যাচ্ছে।
তবে এদিন সকালে টুলু মন্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছলে তালা বন্ধ পান। কিন্তু তালা ভেঙে বাড়িতে ঢোকেন বলে খবর। পাশাপাশি টুলু মণ্ডলের অফিসেও হানা চলে বলে জানা যাচ্ছে। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এই তল্লাশি অভিযান চলে বলে খবর।
সিবিআই সূত্রে খবর, যে ১৭ লাখ টাকা এদিন উদ্ধার হয়েছে তা গরু পাচারের টাকা বলেই মনে করা হচ্ছে। এমনকি যে লকারের চাবি পাওয়া গিয়েছে সেখানেও তল্লাশি চালানো হবে বলে জানা যাচ্ছে। ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই ফোন থেকে কাকে ফোন করা হয়েছে সে বিষয়ে তথ্য জানার চেষ্টা সিবিআই করবে বলেই খবর।
পাশাপাশি প্রচুর নথি পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি পরীক্ষা করে দেখা হবে বলে খবর। সিবিআই সূত্রে খবর, এদিন বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা, বীরভূম সহ অন্তত ১৩টি জায়গাতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। বিশেষ করে ইলামবাজার গরু বাজার থেকে প্রচুর টাকা ছড়িয়ে পড়ছে বলেও খবর আসে সিবিআইয়ের কাছে। আর এরপরেই তল্লাশি অভিযান বলে খবর।