যাঁরা আগুন নিয়ে খেলছে তাদেরও হাত পুড়বে, তাইওয়ান নিয়ে চরম হুঁশিয়ারি চিনের

পালোসির সফর শেষ। তাইওয়ানের মাটি ছেড়ে দেশে ফিরে গিয়েছেন মার্কিন স্পিকার। কিন্তু তাতে বেজিংয়ের রাগ কিন্তু কমেনি। পালোসি কেন তাইওয়ানে এসেছিল তার শাস্তি দিতে মরিয়া হয়ে ফঠেছেন জিনপিং। চিনের বিদেশমন্ত্রী রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেেছন যাঁকা আগুন দিয়ে খেলেছে তারা রেহাই পাবে না তাঁদেরও হাত পুড়বে। তাইওয়ানের আকাশে উড়কে শুরু করেছে চিনের যুদ্ধ বিমান। সমুদ্রে উঁকি দিচ্ছে রণতরী।

আগুন নিয়ে খেলার শাস্তি পেতেই হবে

মাত্র একদিনের সফরে তাইওয়ানে পা রেখেছিলেন মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি। তাই নিয়ে উথাল-পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আমেরিকার সঙ্গে নতুন করে বিতণ্ডায় জড়িয়ে পড়েছে চিন। তাইওয়ানকে নিজেদের দেশেকর অংশ বলেই মনে করে চিন। ছোট্ট একটা দেশে মার্কিন স্পিকারের পদার্পণে তাই নড়েচড়ে বসেছে বেজিং। একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেেছন শি জিনপিং থেকে শুরু করে তাঁর মন্ত্রীরা। চিনের বিদেশমন্ত্রী রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেেছন যাঁরা আগুন নিয়ে খেলছে তাঁদের শাস্তি পেতেই হবে।

তাইওয়ানকে শাস্তি দেওয়ার তোরজোর

কোন সাহসে তাইওয়ানে পা রাখলেন মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি। কোন উদ্দেশ্য নিয়ে তার তাইওয়ানে আসা তাই নিয়ে উত্তাল বেজিং। কিছুতেই চিন পালোসির তাইওয়ান সফর মেনে নিয়ে পারছে। সব রাগ গিয়ে পড়েছে তাইওয়ানের উপর। গতকাল থেকেই তাইওয়ানের আকাশে ঘোরা ফেরা করছে চিনের যুদ্ধ বিমান। সূত্রের খবর চিন ট্যাঙ্কারও পাঠিয়েছে তাইওয়ানকে জব্দ করতে। আবার সমুদ্র পথেও তাইওয়ানের দিকে পাড়ি দিয়েছে চিনা রণতরী। সবদিক দিয়ে ছোট্ট দেশটিকে পিষে মারার সব পরিকল্পনা করে ফেলেেছ বেজিং। তাইওয়ানকে যারা সমর্থন করবে তাঁরাও শাস্তি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

মাথা নোয়াতে নারাজ তাইওয়ান

এদিকে পালোসির সফর নিয়ে অনড় অবস্থানে রয়েছে তাইওয়ানও। চিনের হুঙ্কার একেবারেই অনৈতিক বলে দাবি করেছেন তাঁরা। চিনের হুঙ্কার তাঁরা মেনে নিতে পারছেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই ধরনের হুঁশিয়ারি বেজিং দিতে পারে না বলেও দাবি করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। সেই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি কিছুতেই চিেনর কাছে মাথা নোয়াবেন না। চিনের এই হুঁশিয়ারি অত্যন্ত নিন্দনীয় বলে পাল্টা আক্রমণ শানিয়েছে তাইওয়ান।

পাশে থাকার বার্তা আমেরিকার

অনেকদিন ধরেই তাইওয়ান দখলে মরিয়া হয়ে উঠেছে বেজিং। প্রায়ই তাইওয়ানের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। হঠাৎ করে মার্কিন স্পিকারের উপস্থিতি অনেকটা চমকে দিয়েছে বেজিংকে। তাইওয়ান এক প্রকার বেজিংকে বুঝিয়ে দিয়েছে তাঁরা একা নন। কাজেই চিনের আগ্রাসন সহজ হবে না। পালোসি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি আমেরিকার, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বললেন ন্যান্সি তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি আমেরিকার, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বললেন ন্যান্সি

More TAIWAN News  

Read more about:
English summary
China warn Taiwan said they will punished
Story first published: Wednesday, August 3, 2022, 16:05 [IST]