মমতার মন্ত্রিসভায় সিলমোহর ৯ জনের নামে! নতুন মুখ কারা, বাদ পড়তে চলেছেন কারা

মমতার নয়া মন্ত্রিসভায় সিলমোহর দেওয়া হয়েছে ন-জনের নামে। তার মধ্যে আটজন নতুন মুখ আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে জল্পনা শুরু হয়েছে মমতার নয়া মন্ত্রিসভায় নতুন মুখ আটজন কে কে। নতুন মন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু মন্ত্রীর দফতর রদবদল হতে পারে। একইসঙ্গে কারা বাদ পড়তে চলেছেন, তা নিয়ে জল্পনার পারদ সবথেকে বেশি চড়তে শুরু করেছে।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee gives green signal to reshuffle cabinet in name of nine new faces
Story first published: Wednesday, August 3, 2022, 12:41 [IST]