কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে সোনা জিততে পারল না ভারত। মালয়েশিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তদের। সিন্ধু ছাড়া কেউই মালয়েশিয়ার প্রতিপক্ষদের হারাতে পারেননি। ডাবলসে হারার পর সিন্ধু মহিলাদের সিঙ্গলসে জিতে সমতা ফেরান। কিন্তু পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের ডাবলসে পরাস্ত হয় ভারত। পদক এলো না মহিলাদের ডিসকাস থ্রো থেকেও।
ব্যাডমিন্টনে ডাবলসে ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি মাস তেং ফং অ্যারন চিয়া ও উই ইক সোহ জুটির কাছে পরাস্ত হন ১৮-২১, ১৫-২১ ব্যবধানে। যদিও এরপর মালয়েশিয়ার জিন ইউ গোহকে হারিয়ে ভারতকে সমতায় ফেরান সিন্ধু। তিনি জেতেন ২২-২০, ২১-১৭ ব্যবধানে। তবে এরপরই ভারতের সোনা জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায় পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত পরাস্ত হওয়ায়। জে ইয়ং এনজির বিরুদ্ধে প্রথম গেম শ্রীকান্ত ১৯-২১ ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় গেমে জয়লাভ করেন ২১-৬ ব্যবধানে। কিন্তু নির্ণায়ক তৃতীয় গেমে শ্রীকান্ত ফের হেরে যান ১৬-২১ ব্যবধানে। এই জয়ের ফলে মালয়েশিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যায়। মহিলাদের ডাবলস জুটি জয় ছিনিয়ে নিয়েই সোনা নিশ্চিত করে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের সামনে ছিলেন কুং লে পার্লি ট্যান ও থিন্নাহ মুরলীধরন জুটি। প্রথম গেম ১৮-২১ ও পরের গেম ১৭-২১ ব্যবধানে পরাস্ত হন ভারতের শাটলাররা।
SILVER FOR INDIA 🇮🇳
— SAI Media (@Media_SAI) August 2, 2022
Indian #Badminton Mixed Team puts up a brilliant show of team play, grit, resilience to bag its 2nd consecutive medal🥇🥈 at #CommonwealthGames
A mix of comebacks & dominance by our Champs lead 🇮🇳 to this 🥈 at @birminghamcg22
Well played 👏#Cheer4India pic.twitter.com/AMj8q9sAik
এদিকে, মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে নজর ছিল সীমা পুনিয়া ও নভজিৎ কৌর ধীলোঁর দিকে। যদিও তাঁদের কেউই পদক জিততে ব্যর্থ। পঞ্চম স্থানে শেষ করলেন সীমা পুনিয়া, অষ্টম স্থানে থেকে গেলেন নভজিৎ কৌর ধীলোঁ। সীমা পুনিয়ার প্রথম থ্রোটি যায় ৫২.২৮ মিটার, পরের থ্রো ৫৫.৯২ মিটার, তৃতীয় থ্রো ৫২.৩০ মিটার। তৃতীয় থ্রো পর্যন্ত সীমা ছিলেন দ্বিতীয় স্থানে। কিন্তু পরের দুটি থ্রো ফাউল করায় পদকের দৌড় থেকে হারিয়ে যেতে থাকেন সীমা। শেষ থ্রো তিনি ৫৩.৮১ মিটার দূরত্বে পাঠান। নভজিতের প্রথম দুটি থ্রো যায় ৫০.৯৫ মিটার ও ৫৩.১৪ মিটার। পরের থ্রো ফাউল। শেষ দুটি থ্রো তিনি পাঠান ৫২.২১ মিটার ও ৫২.৪৬ মিটার দূরত্বে।
#Weightlifting Update
— SAI Media (@Media_SAI) August 2, 2022
Usha finishes 6th in 🏋♀️ Women's 87kg Final with a total lift of 205kg
Best lift:
Snatch- 95kg
Clean & Jerk- 110kg
Good effort Usha
Come back stronger 💪 #India4CWG2022 pic.twitter.com/dlCQFoh2LL
এদিকে, মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে ভারতের ঊষা বান্নুর মোট ২০৫ কেজি ভার তুলে ষষ্ঠ স্থান পেয়েছেন। স্কোয়াশে নিউজিল্যান্ডের প্রতিপক্ষের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের ম্যাচ খেলতে হবে সৌরভ ঘোষালকে।