টাকা উদ্ধারের ঘটনায় দিল্লিতে তল্লাশি চালাতে গিয়ে 'আটক' সিআইডির আধিকারিকরা

রাজধানী দিল্লিতে গিয়ে কার্যত 'আটক' সিআইডি'র চার আধিকারিক। গত কয়েকদিন আগেই হাওড়াতে তিন বিধায়কের গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ঘটে। আর সেই মামলার তদন্তে নেমে বেশ কিছু সুত্র হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই তদন্তের সূত্রেই দিল্লিতে যান পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক।

তদন্ত শুরু করতে গেলেই প্রথমে বাঁধা দেওয়া হয়। এরপর সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। কার্যত আটক থাকা সিআইডির চার আধিকারিকের মধ্যে রয়েছেন এক জন ইনস্পেক্টর, দু'জন এসআই এবং এক জন এএসআই। সমস্যা মেটাতে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা যাচ্ছে, তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনায় তদন্তে নেমে সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ তদন্তকারীরা। যিনি কিনা দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকার বাসিন্দা। তাঁর বাড়িতেই আজ বুধবার তল্লাশিতে যান সিআইডির আধিকারিকরা। একেবারে নিয়ম রীতি মেনেই তল্লাশিতে নামেন আধিকারিকরা।

In course of investigation of PanchlaPS Case No 276/22 a team of CID which had gone to Delhi to execute search warrant issued by Ld Court has been stopped from doing their lawful duty on the direction of @dcp_southwest. Personal intervention of @CPDelhi is requested.@DelhiPolice pic.twitter.com/xEiKFa575p

— CID West Bengal (@CIDWestBengal) August 3, 2022

এমনকি সাউথ ক্যাম্পাস থানাকে এই বিষয়ে জানানো হয়েছিল। এমনকি তল্লাশির জন্যে সিআইডির আধিয়ারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট পর্যন্ত ছিল। কিন্তু এরপরেই বাঙালি ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের প্রথমে আটকায়। প্রথমে পুরো বিষয়টি সে রাজ্যের পুলিশকে বিস্তারিত জানালেও কথা শোনা হয়নি বলে অভিযোগ।

আর এরপরেই সাউথ ক্যাম্পাস থানাতে সিআইডির চার আধিকারিককে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সিআইডির দাবি, তদন্তে বাঁধা দিচ্ছেন দিল্লি পুলিশ। সমস্ত প্রটোকল মেনে এগোলেও বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

The case involves seizure of huge cash from 3 MLAs of Jharkhand. Detaining & preventing the CID WB team to conduct lawful search will lead to disappearance of crucial evidence by the suspects responsibility of which will lie on the DP officers who prevented the search. @CPDelhi

— CID West Bengal (@CIDWestBengal) August 3, 2022

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, এটি খুবই অনভিপ্রেত ঘটনা। এমনকি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হচ্ছে বলেও তোপ কুণালের। যদিও বিজেপির তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পান তদন্তকারীরা। আর এই দিল্লি ব্যবসায়ী অন্যতম অভিযুক্ত বলেও মনে করা হচ্ছে। এবং তাঁকে জেরা করলে বেশ কিছু আরও সুত্র পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এই ঘটনার তদন্তে নেমে গত ২৪ ঘন্টা আগেও লক্ষাধিক টাকা পেয়েছেন সিআইডির আধিকারিকরা। তবে এর আগে তল্লাশি চালিয়ে তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা।

More CID News  

Read more about:
English summary
CID officers from West Bengal, went for search operation, stopped by Delhi Police