সব যোগ্য সুবিধাভোগীদের জন্য অঙ্গনওয়াড়ি (anganwadi) প্রকল্পটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে এর পূর্ব শর্ত হল, যাঁরা সুবিধা পেতে চান, তাঁদেরকে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করাতে হবে আধারের (aadhaar) মাধ্যমে। এব্যাপারে 'সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২'-এ নির্দেশিকা দেওয়া হয়েছে।
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! কতটা প্রভাব বাংলায়, একনজরে জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস