কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতকে সোনা এনে দিতে না পারলেও ফাইনালে দারুণ লড়াই চালালেন তুলিকা মান। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। দেশকে স্কোয়াশের সিঙ্গলসে প্রথম পদক এনে দিয়ে ইতিহাস গড়েছেন বাঙালি সৌরভ ঘোষাল। বক্সিংয়ে নিখাত জারিন কোয়ার্টার ফাইনাল বাউট জেতায় আজ ভারত বক্সিংয়ে ইতিমধ্যে তিনটি পদক নিশ্চিত করে ফেলেছে।
তুলিকা মানকে হারিয়ে কমনওয়েলথ গেমসে এই নিয়ে দ্বিতীয়বার সোনা জিতলেন সারাহ অ্যাডলিংটন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক রণকৌশল নেন। ফলে প্রয়াস চালিয়েও শেষরক্ষা হয়নি তুলিকার পক্ষে। ইপ্পনে অ্যাডলিংটন জয়লাভ করেন। তুলিকা ও অ্যাডলিংটনের লড়াই চলে ৩ মিনিট ২৯ সেকেন্ড ধরে। তুলিকা রুপো জেতায় ভারতের পদকের সংখ্যা বেড়ে হয় ১৬। পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের এই সাফল্য উঠতি প্রতিভাদের উৎসাহিত করবে বলেও উল্লেখ করেছেন তিনি।
SILVER FOR TULIKA 🤩🤩
— SAI Media (@Media_SAI) August 3, 2022
🇮🇳's pride #TulikaMaan bags the 2nd 🥈 for India in Judo 🥋 at @birminghamcg22 🔥🔥
She gave her best against Sarah Adlington of Scotland in Women's +78kg Gold medal bout 💪
Proud of you Tulika 🙂#Cheer4India#India4CWG2022 #CommonwealthGames2022 pic.twitter.com/G4pLiR3L1y
সৌরভ ঘোষাল আজ স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে ভারতকে প্রথমবার পদক এনে দিলেন। এদিন তাঁর প্রতিপক্ষ ছিলেন গতবারের কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপ। আজকের আগে পর্যন্ত ৯টি সাক্ষাতে মাত্র একবারই উইলস্ট্রপকে হারিয়েছিলেন সৌরভ। এদিন প্রথম গেমে উইলস্ট্রপ প্রথম পয়েন্ট পেলেও সৌরভ কিছু পরেই তাঁকে পিছনে ফেলে দেন। একটা সময় ৬-৩ ব্যবধানে এগিয়ে যান। শেষে প্রথম গেম তিনি জিতে নেন ১১-৬ ব্যবধানে। দ্বিতীয় গেমে দুরন্ত দাপট দেখান সৌরভ। ১১-১ ব্যবধানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান। তৃতীয় গেমটি সৌরভ জেতেন ১১-৪ ব্যবধানে। বছর ৩৫-এর বাঙালির হাত ধরেই ভারত কমনওয়েলথ গেমসে স্কোয়াশ সিঙ্গলসে ঐতিহাসিক পদক জয় করল। এর আগে, ২০১৮ সালে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে সৌরভ মিক্সড ডাবলসে জিতেছিলেন রুপো।
It is a delight to see @SauravGhosal scaling new heights of success. The Bronze medal he’s won in Birmingham is a very special one. Congratulations to him. May his achievements help boost the popularity of squash among India’s youth. pic.twitter.com/uhCEv15AMs
— Narendra Modi (@narendramodi) August 3, 2022
এদিকে, মহিলাদের ক্রিকেটে সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াইয়ে ভারত খেলছে বার্বাডোজের বিরুদ্ধে। টস হেরে প্রথমে ব্যাট করছে হরমনপ্রীত কৌরের দল। স্মৃতি মান্ধানা ৭ বলে ৫ রানের বেশি করতে না পারলেও দুরন্ত ঝোড়ো ব্যাটিং করেন ওপেনার শেফালি ভার্মা। তিনি ২৬ বলে ৪৩ রান করে রান আউট হন। স্মৃতি আউট হয়েছিলেন দলের পাঁচ রানের মাথায় ১.২ ওভারে। এরপর নবম ওভারের শেষ বলে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৭৬ রানে। অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথম বলেই আউট হন। ৯.৩ ওভারে ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ভারতীয় দলের হয়ে আজ প্রথম ম্যাচ খেলছেন পূজা বস্ত্রকার। করোনা-জয়ের পর তিনি দলের সঙ্গে যোগ দেন। যস্তিকা ভাটিয়ার জায়গায় প্রথম একাদশে এসেছেন তানিয়া ভাটিয়া। তিনি ১৩ বলে ৬ রান করেছেন। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৪।