পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে মন্ত্রিসভা থেকে। সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। প্রয়াত সাধন পাণ্ডেও। এই পরিস্থিতিতে মন্ত্রিসভায় রদবদল জরুরি হয়ে পড়েছিল। সেকারণে ২৮ তারিখের বৈঠকের পর ১ অগস্ট জরুরি বৈঠক করে মন্ত্রিসভায় রদবদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছন ৫ থকে ৬ জন নতুনমন্ত্রী আসবেন। তবে তঁারা কারা তা জানতে হলে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রীষ বুধবারই ঘোষণা করা হবে নতুন মন্ত্রীদের নাম।