পার্থ নেই, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল ঘোষণা মমতার, বুধবার চূড়ান্ত ঘোষণা

পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে মন্ত্রিসভা থেকে। সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। প্রয়াত সাধন পাণ্ডেও। এই পরিস্থিতিতে মন্ত্রিসভায় রদবদল জরুরি হয়ে পড়েছিল। সেকারণে ২৮ তারিখের বৈঠকের পর ১ অগস্ট জরুরি বৈঠক করে মন্ত্রিসভায় রদবদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছন ৫ থকে ৬ জন নতুনমন্ত্রী আসবেন। তবে তঁারা কারা তা জানতে হলে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রীষ বুধবারই ঘোষণা করা হবে নতুন মন্ত্রীদের নাম।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
-Mamata Banerjee announce final Cabinet announcement will be on Wedness day
Story first published: Monday, August 1, 2022, 13:53 [IST]