LIVE

LIVE কমনওয়েলথ গেমস ২০২২: হকিতে ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে, ভারোত্তোলনে নজরে অজয় কুমার

বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ এর আসর বসেছে। ভারত এবারও অনবদ্য শুরু করেছে। সোনা-রুপো-ব্রোঞ্জ সব পদক ভারত জেতা দিয়ে অভিযান শুরু করেছে। ১৫টি ভ্যেনুতে ৭২টি দেশ অংশ নিয়েছে। মোট ২০টি বিভাগে প্রতিযোগিতা রয়েছে যার মধ্যে ভারত ১৬টি বিভাগ অংশ নিয়েছে। ভরতের মোট প্রতিযোগীর সংখ্যা ২০০-র বেশি। ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো রেকর্ড রয়েছে। দেখা যাক এবছর সেই রেকর্ড ভারত ভাঙতে পারে কিনা। কমনওয়েলথ গেমস ২০২২ এর সমস্ত আপডেট জেনে নিন একনজরে।

Newest First Oldest First
2:29 PM, 1 Aug
ভল্ট ফাইনালে নজর থাকবে বাংলার প্রণতি নায়েকের দিকে
2:28 PM, 1 Aug
রাত সাড়ে ১১টা থেকে টেবিল টেনিসে ভারতের পুরুষ দল সেমিফাইনাল খেলবে নাইজেরিয়ার বিরুদ্ধে
2:28 PM, 1 Aug
আজ রাত ১০টায় ভারত ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে নামবে
2:20 PM, 1 Aug
এখনও অবধি ভারতের ৬টি পদকই এসেছে ভারোত্তোলন থেকে। মীরাবাঈ চানু, জেরেমি লালরিননুঙ্গা ও অচিন্ত্য শিউলি ভারতকে সোনা এনে দিয়েছেন।
2:18 PM, 1 Aug
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পুরুষদের ৮১ কেজি বিভাগের ফাইনালে নজর অজয় কুমারের দিকে
12:03 PM, 1 Aug
আজ সোমবার প্যারা-সুইমিং, সুইমিং, ভারোত্তোলন, সাইক্লিং, জিমন্যাস্টিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে।
11:44 AM, 1 Aug
প্রথম তিনদিন দারুণ গিয়েছে ভারতের কমনওয়েলথ গেমসে। ইতিমধ্যে ভারত সোনা-রুপো-ব্রোঞ্জ পদক পেয়েছে। বাংলার ছেলে অচিন্ত্য শিউলিও রবিবার সোনা জিতে দেশ ও বাংলার গৌরব বাড়িয়েছেন। চতুর্থ দিনেও ভারত পদক জেতার জায়গায় রয়েছে।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
CWG 2022, Day 4 Live Updates in Bengali: Check today latest news, live updates, videos, images, and breaking headlines from the 2022 Commonwealth Games in Bengali