বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ এর আসর বসেছে। ভারত এবারও অনবদ্য শুরু করেছে। সোনা-রুপো-ব্রোঞ্জ সব পদক ভারত জেতা দিয়ে অভিযান শুরু করেছে। ১৫টি ভ্যেনুতে ৭২টি দেশ অংশ নিয়েছে। মোট ২০টি বিভাগে প্রতিযোগিতা রয়েছে যার মধ্যে ভারত ১৬টি বিভাগ অংশ নিয়েছে। ভরতের মোট প্রতিযোগীর সংখ্যা ২০০-র বেশি। ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো রেকর্ড রয়েছে। দেখা যাক এবছর সেই রেকর্ড ভারত ভাঙতে পারে কিনা। কমনওয়েলথ গেমস ২০২২ এর সমস্ত আপডেট জেনে নিন একনজরে।
Four of #TeamIndia's six medallists at #B2022 - 𝙖𝙡𝙡 𝙬𝙚𝙞𝙜𝙝𝙩𝙡𝙞𝙛𝙩𝙚𝙧𝙨 - in one frame 🏋♂️🏋♀️🤩📷#EkIndiaTeamIndia | @birminghamcg22 pic.twitter.com/gws2PtggUy
— Team India (@WeAreTeamIndia) August 1, 2022
#Weightlifter Ajay Kumar is ready for his event today at #CommonwealthGames2022 🏋️♂️
— SAI Media (@Media_SAI) August 1, 2022
Let's #Cheer4India 🇮🇳#IndiaTaiyaarHai 🤟#India4CWG2022 pic.twitter.com/U2paR67JJj