গরুর মরক লেগেছে গুজরাতের গ্রামে, গ্রামেই পঁচছে দেহ, রোগ ছড়ানোর আশঙ্কায় কচ্ছের বাসিন্দারা

গরুর মরক লেগেছে মোদীর রাজ্যে। কচ্ছ-ভুজ সহ একাধিক জায়গায় শয়ে শয়ে গরু মারা যাচ্ছে। তার থেকেও আতঙ্কের বিষয় গুজরাতের কচ্ছ এবং ভূজ সহ একাধিক জায়গায় খোলা আকাশের নীেচ পড়ে রয়েছে একাধিক মরা গরু। তাতে নতুন করে রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।


গ্রামের কাছেই শয়ে শয়ে পড়ে রয়েেছ গরুর দেহ। খোলা আকাশের নীচেই পঁচছে দেহগুলি। দুর্গন্ধে টেকা দায় গ্রামবাসীেদর। গুজরাতের কচ্ছ জেলায় ছড়িয়েছে গরুর মরক। অদ্ভুত এক চর্মরোগে মারা যাচ্ছে গরুগুলি। আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন গ্রামবাসীরা। বাইরে বেরোলে পচা গরুর গন্ধে দম বন্ধ হয়ে আসছে তাঁদের। দেখা দিয়েছে রোগ ছডানোর আশঙ্কা।

বিশেষ করে শিশুদের মধ্যে নানা রকম রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামের কাছে দেহগুলি স্তুূপ করে কেন রাখা হয়েছে এই নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি স্থানীয় পুরসভার আধিকারীকরা। তাঁরা জানিেয়ছেন। কোথাও ভাগাড়ে সেগুলি ফেলা যায় কিনা তা খতিয়ে দেখছে তাঁরা। এদিকে গ্রামবাসীদের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে রোগের কারণে গরুগুলি মরছে সেটি ভীষণ ভাবে সংক্রামক। সেকারণেই আরও আতঙ্ক বাড়ছে। গুজরাতের কচ্চ জেলায় সবচেয়ে বেশি গো পালন হয়ে থাকে। প্রায় প্রতিঘরেই গরু পালন করা হয়ে থাকে। শতাধিক গরুর দেহ এভাবে খোলা আকাশের নীেচ পড়ে থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়াবহ আশঙ্কা রয়েছে। গ্রামবাসীরা এই নিয়ে স্থানীয় পুরসভাকে অভিযোগ জানিয়েছেন।

More GUJARAT News  

Read more about:
English summary
Cows died in Gujrat Villages due to LCD disease