ভগবান হনুমানের জন্ম কোথায় হয়েছিল! আর তা নিয়ে ফের একবার সংঘাত চরমে। খোদ কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁর দাবি, 'ভগবান হনুমান অঞ্জনাদ্রি পাহাড়ে জন্মেছিলেন।' বলে রাখা প্রয়োজন, ভগবান হনুমানের জন্মস্থান একটা বিতর্ক রয়েছে।
জন্মের জায়গা নিয়ে একাধিক জায়গার কথা উল্লেখ রয়েছে। এর আগে মহারাষ্ট্র এবং অন্ধপ্রদেশের দাবি করেছিল, হনুমান জন্ম নাকি তাঁদের রাজ্যে হয়েছিল। আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
সে রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার দাবি করেন, 'ভগবান হনুমান অঞ্জনাদ্রি পাহাড়ে জন্মেছিলেন।' কিষ্কিন্ধায় (হাম্পি) এর প্রমাণ রয়েছে বলেও দাবি বাসবরাজ বোম্মাইয়ের। শুধু তাই নয়, তাঁর দাবি, হনুমানের জন্ম নিয়ে বিতর্ক আছে। বিভিন্ন জায়গাতে জন্ম বলে দাবি করা হয়েছে। এগুলি বিতর্কিত বক্তব্য হতে পারে তবে এটি মূলত একই জায়গা যেখানে হনুমানের জন্ম হয়েছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, বজরংবলীর জন্ম অঞ্জনদ্রি পাহাড়ে এবং কিষ্কিন্ধায় হয়েছিল। আর এতে কোনও ভুল নেই বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
বলে রাখা প্রয়োজন, এর আগে নাসিকে একটি সভায় ভগবান হনুমানের জন্মস্থান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কিষ্কিন্ধা মঠধিপতি স্বামী গোবিন্দানন্দ সরস্বতীর দাবি, ভগবান হনুমানের জন্ম কিষ্কিন্ধায় (কর্নাটক)। যদিও গত বছর ২০২১ সালে অন্ধ্র প্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) দাবি করেছিল যে ভগবান হনুমান তিরুমালায় জন্মগ্রহণ করেছিলেন।
বলে রাখা প্রয়োজন, মহাবীর হনুমানের জন্মস্থান কোথায়, তা নিয়ে সমাধান সূত্রে পৌঁছতে ধর্মীয় সভা আহ্বান করা হয়েছিল নাসিকে। সেই ধর্মসভায় অংশগ্রহণকারী সাধুদের দু'টি দল বসার ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে বিতর্ক জড়িয়ে পড়ে।
তবে জন্মস্থান নিয়ে একটা বিতর্ক ব্যাপক ভাবে মাথাচাড়া দিয়েছে নতুন করে। আর এই বিতর্কের মধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে হিন্দুধর্মালম্বী মানুষদের একটা বড় অংশের দাবি, ভগবান হনুমানের জন্ম কর্নাটকের কিষ্কিন্ধাতেই হয়েছিল। যদিও অনেকে আবা বজরংবলীর জন্ম নাসিকের আজনেরিতে হয়েছিল বলেও বিশ্বাস করেন। ফলে বিশ্বাসের সঙ্গে মহাবীরের জন্মস্থানের সঙ্গে একাধিক নাম জুড়ে রয়েছে। তবে এই প্রসঙ্গে কর্নাটকের এক সন্ত মহন্ত গোবিন্দ দাসের বক্তব্য অনুযায়ী, ভগবান হনুমানের জন্ম নাসিকের আজনেরিতে নয়, বরং কিষ্কিন্ধায় (কর্নাটক) হয়েছিল বলে দাবি করেছেন।
এই প্রসঙ্গে বাল্মিকি রামায়ণের প্রসঙ্গ টেনে তুলেছেন ওই সাধু। একই সঙ্গে তিনি বলেন, মহর্ষি বাল্মীকি কোথাও লেখেননি যে হনুমান জি আজনেরিতে জন্মগ্রহণ করেছিলেন।