এক মাসের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত জো বাইডেন, উপসর্গ নেই

ফের করোনায় আক্রান্ত হলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি এক মাসের মধ্যে দুই বার করোনায় আক্রান্ত হলেন। হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ার পরেই তিনি আইসোলেশনে চলে গিয়েছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এক মাসের মধ্যে দ্বিতীয় বার করোনা আক্রান্ত একটি বিরল ঘটনা।

একমাসে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

হোয়াইট হাউসের চিকিৎসক কোভিন ও কনয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, রিবাউন্ডয়ের ক্ষেত্রে এক মাসের মধ্যে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হওয়া একটি বিরল ঘটনা। শনিবার জো বাইডেনের করোনার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। বাইডেন সুস্থ হয়ে উঠছিলেন। পর পর চারদিন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শনিবার মার্কিন রাষ্ট্রপতির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনার রিপোর্ট পজিটিভ আসার পরেই বাইডেন আইসোলেশনে চলে গিয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন, বাইডেন এক মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। কোনও রকম উপসর্গ দেখা দেয়নি। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পাঁচ দিন আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে বাইডেনের করোনা চিকিৎসা শুরু করা হবে না। তিনি শুধু বিশ্রামে থাকবেন।

কোভিড প্রটোকল ভাঙার অভিযোগ

মঙ্গলবার বাইডেনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই তিনি হোয়াইট হাউসের কর্মী ও আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই সময় তিনি মাস্ক পরে ছিলেন। ধীরে ধীরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের কাজের মধ্যে ফিরে যান। বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসের একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রেসিডেন্ট আধিকারিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি মাস্ক পরেননি। যদিও এই বিষয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছিলেন, বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট সামাজিক দুরত্ব বজায় রেখেছিলেন। সেই কারণে তিনি মাস্ক পরেননি।

করোনায় রিবাউন্ড কী

করোনা আক্রান্ত রোগীদের রিবাউন্ট একটি বিরল ঘটনা। করোনা আক্রান্ত কোনও ব্যক্তি সেরে ওঠার চার থেকে পাঁচ দিনের মধ্যে ফের সংক্রমিত হন। এই ধরনের পরিস্থিতিকে রিবাউন্ড বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বাইডেনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। চারদিন পর বাইডেনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই রিবাউন্ডের ক্ষেত্রে সেভাবে গুরুতর কোনও সমস্যা দেখা দেয় না। রোগী শারীরিকভাবে দুর্বল থাকেন শুধু। নতুন করে করোনা চিকিৎসারও বেশিরভাগের ক্ষেত্রে প্রয়োজন হয় না। চিকিৎসকরা জো বাইডেনকে পাঁচ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

চরমপন্থীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত অজিত দোভালের চরমপন্থীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত অজিত দোভালের

More JOE BIDEN News  

Read more about:
English summary
US president Joe Biden test positive for covid for second time in a month
Story first published: Sunday, July 31, 2022, 12:24 [IST]