২০১৮-এর রূপো
গুরুরাজা পূজারি গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০১৮-এ রূপো জিতেছিলেন। তিনি ভারতের কর্ণাটকের উডুপির বাসিন্দা এবং পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস-এ প্রশিক্ষণ নেন। বিজয় শর্মা তাঁর কোচ। গুরুরাজা ২০১০ সালে কলেজে পড়াশোনা করার সময় ভারোত্তোলন শুরু করেন। ২০১৫ সালে, তিনি বিমান বাহিনীতে যোগ দেন। তিনি ২০১৬ সালে ভারতীয় জাতীয় ক্যাম্পে বোর্ডে ছিলেন।
ছবিব সৌজন্য ঃ টুইটার
কুস্তিগীর হিসাবে
গুরুরাজা পাওয়ার লিফটিং এবং তারপর ভারোত্তোলনে স্যুইচ করার আগে একজন কুস্তিগীর হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ২০১০ সালে ভারোত্তোলন শুরু করেছিলেন কিন্তু ২০১৭ সালে তার প্রথম বড় পদক এসেছিল, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তিনি অস্ট্রেলিয়ায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গুরুরাজ একটি কমনওয়েলথ সিনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপও জিতেছেন। ২০১৬ সালে পেনাংয়ে ব্যক্তিগত সেরা ২৪৯ কেজি তুলেছিলেন।
ছবিব সৌজন্য ঃ টুইটার
সংকেত মহাদেব সারগরের অনুপ্রেরণা
ঘটনা হল গুরুরাজা আবার সংকেত মহাদেব সারগরের অনুপ্রেরণা। সংকেতের তখন ১৭ বছর বয়স। গুরুরাজাকে কমনওয়েলথ-এ রূপো পদক জিততে দেখেছিলেন। সেটাই সংকেতকে ভারোত্তোলনে অনুপ্রাণিত করেছিল। সংকেত আগে তার বাবাকে মহারাষ্ট্রের সাংলিতে তার পানের দোকান চালাতে সাহায্য করতেন। যখন তিনি অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমসে গুরুরাজা এবং অন্যান্য ওয়েট লিফটারদের খেলা দেখেন টিভিতে। তখন তিনি নিজেকে বলেছিলেন , 'এর পরের বার গেমসে আমি যাবই যাব'।
ছবিব সৌজন্য ঃ টুইটার
কমনওয়েলথ গেমসে এ ভারোত্তোলন
এদিকে কমনওয়েলথ গেমসে এ ভারোত্তোলনে রূপো জয়ের জন্য বিন্দিয়া রানি দেবীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, 'বিন্দ্যারানি দেবী পদক জয়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আপনি গেমসে আপনার সর্বকালের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন প্রত্যেক ভারতীয় আপনার সাফল্য গর্বিত"
গতকাল কমনওয়েলথ গেমসে সোনা যেতেন মীরাবাঈ চানু। তিনি অলিম্পিকের ভর কমনওয়েলথের মঞ্চেও নিজের জয় যাত্রা বজায় রাখলেন। তবে ২০২২- কমনওয়েলথে ভারতের প্রথম পদক এনে দেন সঙ্কেত মহাদেব সারগার। তিনিও রূপো জিতেছিলেন। সঙ্কেত মহাদেব সারগার পদক জেতার পর তাঁর লড়াইয়ের কথা বলেন। না , তাঁর জীবনের লড়াইয়ের কথা নয়। ওই লড়াই ছিল ভারউত্তোলন করতে এসে তাঁকে যে সমস্য, ব্যথা, যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছিল সেই কথা বলেন তিনি।
ছবিব সৌজন্যঃ টুইটার