কমনওয়েলথ গেমসে মরণ-বাঁচন লড়াইয়ে ভারত-পাকিস্তান, হরমনপ্রীতদের জিততে দরকার ১০০

কমনওয়েলথ গেমসের ক্রিকেটে গ্রুপ এ-র মরণ-বাঁচন লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে বার্বাডোজ। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে যারাই হারবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতকে করতে হবে ১০০ রান। পাকিস্তান ১৮ ওভারে সব উইকেট খুইয়ে ৯৯ রান তুলেছে। স্নেহ রানা ও রাধা যাদব দুটি করে উইকেট নেন।

১৮ ওভারের ম্যাচ

আজ এজবাস্টনে বৃষ্টির কারণে টস দেরিতে হয়। ২০ ওভারের পরিবর্তে খেলা হচ্ছে ১৮ ওভারের। টস জিতে পাকিস্তানের অধিনায়ক বিসমা মাহরুফ ব্যাট করার সিদ্ধান্ত নেন। বার্বাডোজের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন নিদা দার। কনকাসনের কারণে তিনি আজকের ম্যাচে খেলছেন না। পাকিস্তানের প্রথম একাদশে এসেছেন কাইনাত ইমতিয়াজ। ভারতীয় দলেও বেশ কয়েকটি রদবদল হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার কারণে বার্মিংহ্যামে দেরিতে পৌঁছান এস মেঘানা। তিনি হার্লিন দেওলের জায়গায় দলে এসেছেন। রাজেশ্বরী গায়কোয়াড়ের পরিবর্তে আজ ভারত খেলাচ্ছে স্নেহ রানাকে।

শুরু থেকেই চাপে পাকিস্তান

রেণুকা সিংয়ের প্রথম ওভারে পাকিস্তান কোনও রান করতে পারেনি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। তিন বলে শূন্য রানে মেঘনা সিংয়ের বলে কট বিহাইন্ড হন ইরম জাভেদ। ৮.৩ ওভারে দ্বিতীয় উইকেট পড়ে। ১৯ বলে ১৭ রান করে স্নেহ রানার বলে লেগ বিফোর হন বিসমা মাহরুফ। এই ওভারের শেষ বলে স্নেহ রানা তুলে নেন মুনিবা আলিকে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩০ বলে ৩২। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৩ উইকেটে ৫১।

শেষ ৫ ওভারে ৬ উইকেট

১১.৩ ওভারে দলগত ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরেন আয়েষা নাসিম। ৯ বলে ১০ রান করে তিনি রেণুকা সিংয়ের শিকার। ১৪.৫ ওভারে ৮০ রানে পাকিস্তান পঞ্চম উইকেট হারায়। ওমাইমা সোহেল ১৩ বলে ১০ রান করে রান আউট হন। ১৬.৫ ওভারে পাকিস্তানের ষষ্ঠ উইকেট পড়ে। ২২ বলে ১৮ রান করা আলিয়া রিয়াজ রান আউট হন। এর পরের বলেই ফতিমা সানাকে আউট করে দেন শেফালি ভার্মা। ৬ বলে ৮ রান করে ফতিমা আউট হলে পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭ ওভারে ৭ উইকেটে ৯৬। শেষ ওভারের দ্বিতীয় বলে রাধা যাদবের বলে স্টাম্প আউট হন ডায়ানা বেগ। তিনি প্রথম বলেই আউট হন। ৯৮ রানের মাথায় অষ্টম উইকেট হারায় পাকিস্তান। ১৭.৫ ওভারে তুবা হাসান রান আউট হন ২ বলে ১ রান করে। শেষ বলে কাইনাত ইমতিয়াজ (৩ বলে ২ রান)-কে বোল্ড করে দেন রাধা। শেষ ৫ ওভারে পাকিস্তান ২৭ রানে ৬ উইকেট হারায়।

স্নেহ-রাধার দুটি করে উইকেট

ভারতের বোলারদের মধ্যে সফলতম স্নেহ রানা। তিনি চার ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। রাধা যাদব ৩ ওভারে ১৮ রান খরচ করে নেন দুটি উইকেট। রেণুকা সিং একটি মেডেন-সহ চার ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। মেঘনা সিং ২ ওভারে ২১ রান দিয়ে এবং শেফালি ভার্মা ২ ওভারে ৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games 2022: India Women Need 100 Runs Beat Pakistan In Group A Match. Sneh Rana And Radha Yadav Bag 2 Wickets Each.