হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি দল বেছে নিয়েছে। এই দল বাছাইয়ের দিকে নজর ছিল অন্য কারণে। বিরাট খেলেন কি না সেদিকে দেখার ছিল। শোনা যাচ্ছিল বিরাটকে এই সিরিজ খেলার জন্য ম্যানেজমেন্ট বলেছে। বিরাট ইতিবাচক ইঙ্গিত দিয়েছলেন। কারণ ফর্মে ফেরার জন্য একটা বড় ইনিংস দরকার। দুর্বল দলের বিরুদ্ধে একটা বড় ইনিংস আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। তাই এই দল নির্বাচনে অনেকের নজর ছিল এই কারণেই যে বিরাট কী দলে থাকবেন না থাকবেন না।
৩টি ওয়ানডে জন্য ভারতের স্কোয়াডে রয়েছেন কারা ? রয়েছেন শিখর ধাওয়ান তিনি আবারও দলের অধিনায়ক। আর আছেন রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ইশান কিষাণ (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার।
এদিকে বিরাট কোহলিকে একদিনের আন্তর্জাতিকে ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গা থেকে সরানোর মতো কেউ এখনও ভারতীয় ক্রিকেটে নেই বলেই মনে করেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তবে এটাও ঠিক, বিরাট যখন থাকবেন না, তখন ভবিষ্যতে কে যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন সেটাও দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আপাতত শ্রেয়স আইয়ার বাকিদের চেয়ে দৌড়ে কিছুটা এগিয়ে।শ্রেয়স আইয়ার শর্ট বল খেলার দুর্বলতা মেটানো নেটে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হেড কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের পরামর্শ নিচ্ছেন। ইংল্যান্ডে একটি টি ২০ আন্তর্জাতিক খেলে ২৮ রান করেছিলেন। একদিনের সিরিজের প্রথম ম্যাচে দলে থেকেও ব্যাট করার সুযোগ পাননি। পরে বিরাট কোহলি, ঋষভ পন্থরা দলে আসায় বাদ পড়েন। ওয়েস্ট ইন্ডিজে অবশ্য সুযোগের সদ্ব্যবহার করছেন শ্রেয়স। প্রথম ম্যাচে ৫৪ রান করেছিলেন। পরের ম্যাচে গুরুত্বপূর্ণ ৬৩ রান করেছিলেন। যেভাবে খেলছিলেন তাতে শতরান পেতেও পারতেন।
২০১৭ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের পর ২৯টি ম্যাচে ১০৬৪ রান করেছেন শ্রেয়স। ১টি শতরান ও ১১টি অর্ধশতরান। তবু প্রথম পছন্দের দলে তাঁর জায়গা পাকা হয়নি। শ্রেয়সের কথায়, দলে সুযোগ পাওয়ার বিষয়টি আমার হাতে নেই।আমি কঠোর পরিশ্রম করতে পারি এবং যখন সুযোগ আসবে তার পূর্ণ সদ্ব্যবহারে নিজের সেরাটা দিতে পারি। সেটাই করার চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজেও। দেশের হয়ে খেলতে পারার চেয়ে বড় কিছু হতে পারে না।