হিমা দাসের সোনা জয়ের খবর ভাইরাল হয়ে যায়:
শনিবার দুপুরে হঠাৎই হিমা দাসকে ঘিরে একটি টুইট ব্যাপক ভাবে ভাইরাল হয়ে যায়। সেই টুইটটিে দাবি করা হয় বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২-এ ৪০০ মিটারের দৌড়ে সোনা জিতেছেন হিমা দাস। তাঁর সঙ্গে শেয়ার করা হয় একটি ভিডিও, যা সম্পূর্ণ ভুয়ো। উল্লেখ্য এ দিন হিমা দাসের কোনও ইভেন্টই নেই। পদক জেতা তো দূর অস্ত্ তাঁর ট্র্যাকে নামারও কথা নয় আজ।
ভিডিও-এর সত্যতা:
৪০০ মিটারের ইভেন্টে হিমা দাসের সোনা জেতার খবরটি দাবানলের মতে ভাইরাল হয়ে যায়। হাজারো রিটুইট হয় সেটি কিছুক্ষণের মধ্যে। তবে, হিমার স্প্রিন্টের যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে তা কমনওয়েলথ গেমসের নয়। ভিডিওটি ৪ বছরের পুরনো। ২০১৮ সালের ১২ জুলাই ফিনল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রথম ভারতীয় হিসেবে ৪০০ মিটারের স্প্রিন্টে হিমা দাসের সোনা জেতার ভিডিও সেটি।
ভুয়ো খবরের ফাঁদে পা দিয়ে হিমাকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা:
দাসকে শুভেচ্ছা জানাই বার্মিহ্যাম কমনওয়েলথ গেমসে ৪০০ মিটারে সোনা জেতার জন্য। ট্র্যাক ইভেন্টে ভারতের প্রথম সোনা, অসাধারণ।" চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা কিচ্চা সুদীপও এই ফাঁদে পা দিয়েছে। তিনি লিখেছে, "শুভেচ্ছা জানাই হিমা দাস। গর্বের মুহূর্ত।"
কমনওয়েলথ গেমসে ভারতীয়দের পারফরম্যান্স:
চলতি কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স করছে ভারত। প্রথম দিনে ব্যামিন্টনের মিক্সড ইভেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ভারত। হকিতে ভারতের মহিলা দল ৫-০ ব্যবধানে পরাজিত করে ঘানা মহিলা দলকে। দ্বিতীয় দিন বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২-এ রূপো জিতেছেন ভারতের সঙ্কেত মহাদেব সারগর।