কমনওয়েলথের মঞ্চে উজ্বল বাঙালি, দুরন্ত সৌরভ পৌঁছে গেলেন স্কোয়াশের শেষ ষোলোয়

বয়স তাঁর ৩৫ পেরিয়ে গিয়েছে। তাও কমনওয়েলথের মঞ্চে উজ্বল বাঙালির পারফর্মেন্স। তিনি সৌরভ ঘোষাল। স্কোয়াশের মতো খেলায় ফিটনেস একটু কম হলে দাঁড়ানো সম্ভব নয় বিপক্ষের বিরুদ্ধে, কিন্তু সৌরভ সেই ফিটনেস রেখেছেন এবং জিতে নিয়েছেন প্রথম ম্যাচ।

ভারতের পুরুষ স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল তাঁর ইভেন্টের রাউন্ড অফ '৩২'-এর ম্যাচে তার শ্রীলঙ্কান প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেন। তিনি শামিল ওয়াকিলকে ১১-৪, ১১-৪, ১১-৬-এর স্ট্রেট সেটে হারিয়ে দেন। ৩৫ বছর বয়সী ঘোষাল ম্যাচে কখনই ওয়াকিলকে তার উপর আধিপত্য বিস্তার করতে দেননি এবং তিনি একটা সুযোগ না দিয়ে তিনি ম্যাচ শেষ করে দেন। শামিল ওয়াকিলের বিরুদ্ধে এই জয়ের মাধ্যমে ঘোষাল প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।

এর পাশাপাশি শনিবার জাতীয় প্রদর্শনী কেন্দ্রে (NEC) পুরুষদের ফেদারওয়েট (৫৪ কেজি-৫৭ কেজি) বিভাগে দক্ষিণ আফ্রিকার আমজোলে ডাইকে পরাজিত করে ভারতীয় বক্সার মোহাম্মদ হাসসামুদ্দিন ২০২২ সালের কমনওয়েলথ গেমসে তার দৌড় শুরু করলেন।

২০১৮ সালের কমনওয়েলথে-তে ব্রোঞ্জ পদক জয়ী হাসামউদ্দিন, দক্ষিণ আফ্রিকার তরুণ আমজোলে ডাইকে সর্বসম্মত রায়ে ৫-০ পয়েন্টে পরাজিত করেন। হাসামুদ্দিন তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে তার দ্রুত হাত এবং পা'কে ব্যাপকভাবে কাজ লাগান। ভারতীয় এই প্লেয়ার শুরু থেকেই বিপক্ষের উপর চাপ বজায় রেখেছিলেন এবং তার প্রতিপক্ষকে তিন রাউন্ডের কোনোটিতেই সুযোগ নিতে দেননি।

দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় অভিজ্ঞ ভারতীয়কে বেকায়দায় ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও, হাসমুদ্দিন তার প্রতিদ্বন্দ্বীকে কোনো ওপেনিং পয়েন্ট নিতে দেননি। কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে পরের রাউন্ডে হাসামউদ্দিনের মুখোমুখি হবে বাংলাদেশের মোঃ সেলিম হোসেনের।

ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্টে শ্রীলঙ্কাকে ৫-০ তে ক্লিনসুইপ করে। অন্যদিকে, লন বোলসের পুরুষদের ট্রিপল ইভেন্টে ভারত মালটার সাথে ১৬-১৬'তে ড্র করে। দিনের পরের দিকে নজর থাকবে মীরাবাই চানুর দিকে। আজ তাঁর ইভেন্ট রয়েছে। তিনি পদক নিয়ে ফিরতে পারবেন কি না সেদিকে সকলের নজর থাকবে।

এদিকে ভারতীয় মহিলা হকি দল পুল এ লড়াইয়ে ওয়েলসের বিরুদ্ধে লড়বে এবং লভলিনা বোরগোহাইনও ৬৬ কেজি ওজন বিভাগে আরিয়েন নিকলসনের বিরুদ্ধে তার অভিযান শুরু করবে। মিক্সড দলের ব্যাডমিন্টনে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে।

তবে গেমসের উদ্বোধনী দিনটি সাঁতারু শ্রীহরি নটরাজের জন্য দারুন হয়ে থাকল। কারণ তিনি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। টেবিল টেনিস দলগুলো দক্ষিণ আফ্রিকা এবং বার্বাডোসকে একইভাবে ৩-০ ব্যবধানে পরাজিত করে, কিন্তু অস্ট্রেলিয়া পুল এ মহিলা ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে দেয়।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
squash player sourav Ghoshal reached in round of 16
Story first published: Saturday, July 30, 2022, 20:30 [IST]