WI vs IND: বিরাট কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, গড়লেন আরও একটি নজিরও

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক অর্ধ-শতরান করার বিষয়ে বিরাটকে পিছনে ফেলে দিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মার ইনিংস:

ইংল্যান্ড সফরের পর দীর্ঘ বিশ্রাম নিয়ে জাতীয় দলে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রোহিতের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৪ রান। সাতটি চার এবং দুইটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন রোহিত শর্মা। ১৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ভারত অধিনায়ক। রোহিতের এই ইনিংসের সৌজন্যে ম্যাচের টিউন সেট করতে সমর্থ হয়েছিল ভারত।

টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড পুনঃ দখল করলেন রোহিত শর্মা:

এই ইনিংসের সৌজন্যে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড পুনঃ দখল করেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মার্টিন গাপ্টিলকে সরিয়ে সর্বাধিক রানের মালিক হন তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রোহিতকে সরিয়ে এই নজির নিজের দখলে করেছিলেন গাপ্টিল।, কিন্তু বেশি দিন তা স্থায়ী হল না। একই সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি রেকর্ডও ভেঙে দেন কোহলি।

বিরাটের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন রোহিত:

মার্টিন গাপ্টিলের রেকর্ড ভাঙার সঙ্গেই সতীর্থ বিরাট কোহলির রেকর্ডও ভেঙে গিয়েছেন রোহিত। প্রাক্তন ভারত অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক অর্ধ-শতরান সংগ্রহকারী ক্রিকেটার ছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত এই অর্ধ-শতরানের সৌজন্যে ছাপিয়ে যান বিরাটকে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি অর্ধ-শতরানকারীপাঁচ ক্রিকেটার:

এই তালিকায় বিরাট কোহলিকে সরিয়া শুক্রবারই শীর্ষ স্থান দখল করেছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক স্তরে তাঁর অর্ধ শতরান সংখ্যা ৩১টি। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির অর্ধ-শতরানের সংখ্যা ৩০টি। তৃতীয় স্থানে ২৭টি অর্ধ-শতরান করে রয়েছেন বাবর আজম। ২৩ অর্ধ-শতরান করে চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। পাঁচ নম্বর স্থানে ২২টি অর্ধ-শতরান করে রয়েছেন মার্টিন গাপ্টিল।

আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রহকারী পাঁচ ক্রিকেটার:

আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রহের দিক থেকে সদস্যই শীর্ষ স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ১২৯ম্যাচে ৩৪৪৩ রান।এখনও পর্যন্ত মার্টিন গাপ্টিল ১১৬ ম্যাচে সংগ্রহ করেছন ৩৩৯৯ রান। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান ১০৫, গড় ৩২.৩৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.৪। এই ফরম্যাটে আন্তর্জাতিক স্তরে তাঁর শতরান রয়েছে দুইটি এবং অর্ধ-শতরান ২০টি। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। ৫০.১২ গড়ে ৯৯ ম্যাচে ৩৩০৮ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ডে পল স্টার্লিং-এর সংগ্রহ ২৮৯৪ রান। ২৮৫৫ রান করে করে পঞ্চম স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ।

More ROHIT SHARMA News  

Read more about:
English summary
Rohit Sharma broke Virat Kohli's world record of scoring most T20I half centuries. In the same match, rohit became the highest T20I run scorer. 
Story first published: Saturday, July 30, 2022, 10:56 [IST]