দাবা অলিম্পিয়াডের ৪৪তম সংস্করণ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে তামিলনাডু। মামাল্লাপুরমের আয়োজন দেখে বিদেশি প্রতিযোগীরা পর্যন্ত প্রশংসা করেছেন। তা ছাড়া যে ভাবে দাবা অলিম্পিয়াডের প্রচার করা হয়েছে সারা রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাতে এইবারের অলিম্পিয়াড অন্যমাত্র পেয়েছে। দাবার নেশায় ডুবে রয়েছে গোটা তামিলনাডু। অলিম্পিয়াডের ইতিহাসে সব থেকে বেশি প্রতিযোগী অংশ নিয়েছে এই সংস্করণেই।
সাফল্যের সঙ্গে দাবা অলিম্পিয়াডের আয়োজনের পর চেন্নাইয়ে এশিয়ান বিচ গেমস ২০২৪ আয়োজনের জন্য সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে এই বিষয়ে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "তামিলনাডুর মুখ্যমন্ত্রী নিজের চিঠিতে জানিয়েছেন ৬ মে তাশখন্দে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর বৈঠকে ২০২৪ সালের জানুয়ারি মাসে চেন্নাইয়ে এশিয়ান বিচ গেমস আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয় তামিলনাডুর সরকারের পক্ষ থেকে। এই জন্য ফ্রি প্যাসেজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী"
পাশাপাশি ওই বিবৃতিতে এ-ও উল্লেখ করা হয়েছে যে সেপ্টেম্বরের আগে এই প্রতিযোগীতা আয়োজনের জন্য ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া সমপন্ন করার আহ্বান করা হয়েছে।
পাশাপাশি, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তামিলনাডু সরকারের উদ্যোগে আয়োজিত দাবা অলিম্পিয়াডের জন্য তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।
২৮ জুলাই থেকে চেন্নাই থেকে কিছুটা দূরে মামাল্লাপুরমে ৪৪তম দাবা অলিম্পিয়াড আয়োজিত হয়েছে। ১০ অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগীতা। নেহরু ইন্ডোর স্টেডিয়ামে হয় উদ্বোধনী অনুষ্ঠান।
৪৪তম দাবা অলিম্পিয়াড প্রথমে রাশিয়ার রাজধানী মস্কোয় হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার অতর্কিত আক্রমণের প্রতিবাদে বিশ্ব দাবা ফেডারেশন প্রতিযোগীতা চেন্নাইয়ে সরিয়ে নিয়ে যায়।