মাস্কের বিরুদ্ধে টুইটারের শেয়ার হোল্ডারদের মামলা
শুক্রবারই টুইটারের শেয়ার হোল্ডাররা এলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, টুইটার কেনার চুক্তি থেকে এমন মাস্ক সরে এসেছেন। এক্ষেত্রে এলন মাস্ক শেয়ার হোল্ডারদের বিশ্বাস ভেঙেছেন। নিজের দায়িত্ব লঙ্ঘন করেছেন। এরজন্য টুইটারের শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ দাবি করেছেন। টুইটারে মাস্কের ৯.৬ শতাংশ অংশিদারিত্ব রয়েছে। ফলে টুইটারের অন্যান্য শেয়ার হোল্ডারদের প্রতি মাস্কের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব তিনি কোনওভাবেই এড়িয়ে যেতে পারেন না। মামলাটি লুইগি ক্রিম্পো করেছেন, যিনি টুইটারের ৫,৫০০টি শেয়ার মালিক।
আদালতের দ্বারস্থ টুইটার
এলন মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইটার কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। টুইটারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখান ধনকুবের এলন মাস্ক। তিনি জানিয়েছেন, 'আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চাইছে। কিন্তু এতদিন ধরে টুইটারের কর্তৃপক্ষের কাছে জাল বা ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই আবেদন গ্রাহ্য করেনি। আদালতের দ্বারস্থ হলে টুইটারকে জাল বা ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনতেই হবে।' এর কয়েকদিন পরেই পাল্টা টুইটারের বিরুদ্ধে এলন মাস্ক মামলা করেন।
টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ
টেসলা সিইও এলন মাস্ক জানান, টুইটারকে বার বার জাল বা ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু টুইটার কর্তৃপক্ষ তা দেয়নি। সেই কারণেই তিনি টুইটার কেনার চুক্তি থেকে সরে আসছেন। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এলন মাস্কের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের বিক্রির চুক্তি হয়। সেখানে জানানো হয়, কোনও পক্ষই আর পিছিয়ে যেতে পারবে না। পিছিয়ে গেলে ব্যাপক অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এই আইনি লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা সময় বলে দেবে।