‘আপনি লোকসভায় চাকরি করেন’, সাংসদের একরত্তি মেয়ের উত্তরে হেসে ফেললেন প্রধানমন্ত্রীর

বুধবার মধ্যপ্রদেশের সাংসদ অনিল ফিরোজিয়ার পাঁচ বছরের মেয়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে ছোট্ট শিশুটির সঙ্গে মোদীর মজার কথপোকথন প্রকাশ পেয়েছে। যেখানে ছোট্ট শিশুটি প্রধানমন্ত্রীকে বলছেন, 'আমি জানি আপনি মোদীজি। রোজ টিভিতে আপনাকে দেখা যায়।'

প্রধানমন্ত্রীকে কী বললেন ছোট্ট শিশুটি

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়ার পরিবার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনিল ফিরোজিয়ার পাঁচ বছরের মেয়ে অহনাকে জিজ্ঞাসা করেন, 'তুমি জানো আমি কে?' ছোট্ট অহনা উত্তর দেন, 'আমি জানি আপনি মোদীজি। রোজ টিভিতে আসেন।' 'আমি কী করি জানো?' পাল্টা প্রধানমন্ত্রী প্রশ্ন করেন। এই উত্তরও তার কাছে ছিল। বলে, 'আমি জানি আপনি লোকসভায় চাকরি করেন।' ছোট্ট অহনার এই উত্তর শুনে উপস্থিত সকলে হেসে ওঠেন। আগেও প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আলাপ করেছেন। গল্প করেছেন। সেখান থেকে মজার মজার কথপোকথন উঠে এসেছে।

পরিবারের সঙ্গে মোদীর সাক্ষাতে আপ্লুত সাংসদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনিল ফিরোজিয়ার পরিবারের সঙ্গে বুধবার দেখা করেন। তাতেই আপ্লুত মধ্যপ্রদেশের সাংসদ। নিজের আবেগ প্রকাশ করে বুধবার তিনি একাধিক টুইট করেন। টুইটে অনিল ফিরোজিয়া মোদীর সঙ্গে পরিবারের ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'আজ আমাদের জন্য স্মরণীয় নেই। দেশের সবথেকে জনপ্রিয় নেতা, সব থেকে সফল প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার পরিবারের হয়েছে। তাঁর আশীর্বাদ থেকেই জনসাধরণের জন্য নিঃস্বার্থ কাজ করার মন্ত্র পেয়েছি।' অন্য এরটি টুইটে অনিল ফিরোজিয়া বলেন, 'আমি সৌভাগ্যবান যে এমন এক পরিশ্রমী, সৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্পর্শে আসতে পেরেছি। তাঁর কাছ থেকে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। যিনি নিজের জীবন দেশের মানুষের সেবার জন্য নিয়োজিত করেছেন।' অন্য একটি ট্যুইটে বলেন, 'আজ আমার দুই মেয়ে অহনা ও প্রিয়ংশী তাঁর স্নেহ পেয়েছেন। তাতেই আমি খুশি ও অভিভূত।'

নীতিন গড়করির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ওজন কমান ফিরোজিয়া

অনিল ফিরোজিয়া মধ্যপ্রদেশের সেই সাংসদ যিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়করির কাছ থেকে নিজের ওজন কমানোর চ্যালেঞ্জ নিয়ে ছিলেন। নীতিন গড়করির চ্যালেঞ্জ নিয়ে ফিরোজিয়া ওজন কমানোর চেষ্টা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, প্রতি এক কিলো ওজন কমানোর নির্বাচনী এলাকায় এক হাজার কোটি টাকা দেওয়া হবে। ফিরোজিয়া প্রায় ২১ কিলো ওজন কমান। তিনি মনে করছেন, তিনি নির্বাচনী এলাকার জন্য ২১ হাজার কোটি টাকা পাবেন।

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Five year old daughter of MP said to Narendra Modi that You have a job in Lok Sabha
Story first published: Thursday, July 28, 2022, 12:49 [IST]