'পার্থ-অর্পিতা কেবল পাহারাদার, কাদের টাকা বলে দিন', কাকে ইঙ্গিত করে মন্তব্য মিঠুনের

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কেবল টাকা পাহারাদিয়েছেন। আসলে টাকার মালিক অন্যকেউ। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেছেন, 'আমি পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়কে বলব,কাদের টাকা বলে দিন, নিজেরা এত কষ্ট পাবেন না। নাম বলে দিন'। মিঠুনের এই মন্তব্যে কোন ইঙ্গিত রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

টাকা কার

কোটি কোটি টাকা হদিশ পেয়েছে ইডি। টালিগঞ্জের পর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। প্রচুর সোনার গয়না। সেই টাকা গুনে রাখতে হিমসিম অবস্থা ইডির। মিলেছে অসংখ্য জমির দলিল। অর্পিতার দাবি এই পুরো টাকাটাই পার্থ চট্টোপাধ্যায়। বেলঘরিয়ার ফ্ল্যাটে তিনি থাকলেও যে ঘরে টাকা উদ্ধার হয়েছে সেই ঘরে ঢোকার অনুমতি তাঁর ছিল না। পার্থ চট্টোপাধ্যায় নিষেধ করে দিয়েছিলেন তাঁকে সেই ঘরে ঢুকতে। এমনকী অর্পিতা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের লোকেরা এসে সেখানে টাকা রেখে যেত। পার্থবাবু িনজেও সেই ঘরে মাঝে মাঝেই যেতেন। সেখানে টাকা আছে জানলেও কত টাকা আছে সেটা জানতেন না বলে ইডিকে জানিয়েছেন অর্পিতা।

মিঠুনের পাল্টা দাবি

এদিকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছেন এই টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিকা মুখোপাধ্যায় নন। এই টাকার মালিক অন্যকেউ। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কেবল টাকা পাহাড়া দিতেন। মিঠুন চক্রবর্তীর দাবি এই টাকা অন্য কারোর। তিনি বলেছেন, 'পার্থ-অর্পিতাকে বলব, কাদের টাকা বলে দিন, নিজেরা এত কষ্ট পাবেন না। নাম বলে দিন'। মিঠুনের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম থেকেই মিঠুনের নিশানায় থেকেছেন টিএমসি সুপ্রিমো। এবারও সেই িদকেই তিনি ইঙ্গিত করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলায় সরকার ফেলার ইঙ্গিত

গতকাল শহরে এসে বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি সাংবাদিক বৈঠক করে মমতা সরকারের বিরুদ্ধে এক প্রকার তোপ দেগেছেন। মিঠুন বলেছিলেন, 'কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি বাংলায় সরকার গড়বে।' তারপরেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই একপ্রকার তীব্র নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন মহারাষ্ট্রের মত সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। কিন্তু বাংলায় সেটা করা যাবে না বলে হুঙ্কার দিয়েছিলেন মমতা।

অর্পিতার বাড়িতে উদ্ধার বিপুল টাকা

গতকালে রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলেঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। পাওয়া গিয়েছে প্রচুর সোনার গয়না। সোনার বাঁট, সোনার বিস্কুটও। সেই সব সোনার গয়নার মূল্য কত তা স্পষ্ট করে জানায়নি ইডি। এছাড়া প্রচুর জমির দলিলে উদ্ধার করেছেন তদন্তকারীরা। অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। তবে এই িনয়ে পার্থ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।

বিধায়করা যোগাযোগ করছে

এই চরম টানাপোড়েনের মাঝে মিঠুন চক্রবর্তী আবার গতকাল দাবি করে বসেন ৩৮ জন টিএমসি বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তিিন িনজে কথা বলেছেন ২৪ জন বিধায়কের সঙ্গে। তাই নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েেছ রাজনৈতিক মহলে। কারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তাই নিয়ে চলেছে জল্পনা। এদিকে আজই টিএমসি ভবনে জরুরি বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পার্থকে কি ছাঁটাই! সিদ্ধান্ত নিয়ে বিকেলে বৈঠক ডাকলেন অভিষেকপার্থকে কি ছাঁটাই! সিদ্ধান্ত নিয়ে বিকেলে বৈঠক ডাকলেন অভিষেক

More PARTHA CHATTERJEE News  

Read more about:
English summary
Mithun Chakraborty said Woner of the mony is some one eles