CWG 2022: কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক নির্বাচিত হওয়ার পর মুখ খুললেন সিন্ধু

নীরজ চোপড়া না থাকায় বিশেষ কোনও প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক নির্বাচিত হয়েছেন পিভি সিন্ধু। দেশের কন্টিজেন্টকে সামনে থএকে নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়ে অভিভূত সিন্ধু দিলেন প্রতিক্রিয়া।

দেশের পতাকা বাহক হিসেবে গর্বিত:

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (বিএআই)-এর রিলিজ অনুযায়ী এই সম্মান পেয়ে অভিভূত পিভি সিন্ধু বলেছেন, "এই রকম একটি জমকালো সমাবেশে দলকে নেতৃত্ব দেওয়া এবং দেশের পতাকা ধারণ করার দায়িত্ব পাওয়া বিরাট সম্মানের। আমি অত্যন্ত খুশি এবং (কমনওয়েলথ) গেমসের জন্য আমার সতীর্থদের জানাই শুভ কামনা। আইওএ (ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন)-কেও ধন্যবাদ জানাতে চাই আমায় পতাকা বাহক হিসেবে নির্বাচিত করার জন্য।" দেশের দ্বিতীয় পতাকা বাহক থাকবেন মনপ্রীত সিং।

আইওএ-এর ঘোষণা:

আইওএ-এর কার্যকরী সভাপতি অনিল খান্না, সচিব রাজীব মেহতা, কোষাধ্যক্ষ আনন্দেশ্বর পাণ্ডে এবং রাজেশ ভান্ডারীকে নিয়ে একটি চার সদস্যের কমিটি তিন জনকে এই দায়িত্বের জন্য বাছাই করেছিলেন। তাঁদের মধ্যে পিভি সিন্ধু ছাড়াও ছিলেন মীরাবাঈ চানু এবং লভলিনা বরগোহাঁই। এই দুই জনই অলিম্পিকে পদক জয়ী। তবে, ২০১৬ রিও অলিম্পিক এবং ২০২০ টোকিও অলিম্পিকে পদক জয়ী সিন্ধুকেই বেছে নেওয়া হয় পতাকা বাহক হিসেবে। আইওএ সচিব বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত উদ্বোধনী অনুষ্ঠানে সিন্ধুকে পতাকা বাহক হিসেবে নির্বাচিত করতে পেরে। তাঁকে এবং অন্যান্য প্রতিযোগীদের কমনওয়েলথ গেমসের জন্য আমরা শুভেচ্ছা জানাই।"

নীরজ থাকলে হয়তো এই দায়িত্ব পেতেন না সিন্ধু:

পিভি সিন্ধু না নীরজ চোপড়া, কাকে করা হবে ভারতের পতাকা বাহক তা নিয়ে কিছু দিন আগে পর্যন্ত দোটানায় ছিল আইওএ। নীরজ টোকিও অলিম্পিকের সোনা জয়ী এবং বর্তমানে দেশের শীর্ষ অ্যাথলিট তার উপর সদ্যই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে এনে দিয়েছেন রূপো। ফলে সিন্ধুর থেকে পদকের ওজেনের থেকে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জয়ের পথে উরুতে চোট লাগায় কমনওয়েলথ গেমস শরু হওয়ার দুই দিন আগে নিজেকে সরিয়ে নেন নীরজ। ফলে তিনি সরে যাওয়া সিন্ধুকে পতাকা বাহক হিসেবে ঘোষণা করতে কোনও সমস্যাই হয়না আইওএ-এর।

গোলকোস্ট কমনওয়েলথ গেমসেও পতাকা বাহক ছিলেন সিন্ধু:

এই প্রথম নয়, এর আগের বার কমনওয়েলথ গেমসেও পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে আয়োজিত ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক ছিলেন সিন্ধু। গোলকোস্ট কমনওয়েলথ গেমসে দলগত ইভেন্টে সোনা জিতেছেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে রূপো জেতেন তিনি।

More PV SINDHU News  

Read more about:
English summary
PV Sindhu reacts after being selected as flag bearer of India for Commonwealth Games 2022. She said, "It is a great honour to be bestowed with the responsibility to lead the contingent and hold the flag at such an august gathering."
Story first published: Thursday, July 28, 2022, 10:59 [IST]