২১ জুলাইয়ের পরের দিনই কেন পদক্ষেপ?
এসএসসি দুর্নীতি কাণ্ডে টিএমসি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির জেরে অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে তাতে কোনও সন্দেহ নেই। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়িয়ে গিয়েছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হলেও দীর্ঘদিেনর পার্টির সহযোগীর হাত ছাড়েননি। প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকার কথা না বলেলেও বুধবার উত্তরপাড়ার একটি অনুষ্ঠান থেকে মমত বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তিিন বলেছেন ২১-র সভার পরের দিন ২২ তারিখ কেন পদক্ষেপ? কেন ভোররাতে হানা দিল ইডি? অর্থাৎ পার্থর এই গ্রেফতারির নেপথ্যে যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিিন তার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোধ্যায়।
ভুল করলে অ্যাকশন হবে
আগামিকাল মন্ত্রিসভার বৈঠক। এই প্রথম মহাসচিবকে ছাড়া বৈঠক করবেন মমতা। সূত্রের খবর সেই বৈঠকে মন্ত্রিত্ব থেকে সরানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু বুধবারে মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে পার্থকে িনয়ে যে বার্তা দিয়েছেন তাতে এক প্রকার দলের পুরনো সহযোগীর পাশে থাকার বার্তাই রয়েছে। তিনি বলেছেন,'একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবে।'
অন্য দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে এক প্রকার মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড। আর কোনও কাজ নেই। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করা হচ্ছে। ' একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও সিবিআই-ইডি নিয়ে মমতা বন্দ্যোরাধ্যায় কেন্দ্রকে তীব্র নিশানা করেছেন।
২৪-এ বিজেপি আসবে না
এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ২০২৪-র বিজেপি আর আসবে না। প্রসঙ্গত উল্লেখ্য একুশের মঞ্চ থেকে দেশকে বিজেপি মুক্ত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিিন বলেছেন ২০২৪ সালে বিজেপিকে ভারত থেকে তাড়াতেই হবে। দেশে একটাই দল থাকবে সেটা টিএমসি। এদিন আবার মমতার মুখে সেই কথাই শোনা গেল। তিনি বলেছেন, '২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না।'