বার্মিংহ্যামে ২৮ জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য তাঁর প্রশিক্ষক সন্ধ্যা গুরুং-এর অ্যাক্রিডিটেশন পাওয়ার কথা বুধবার নিশ্চিত করেছেন লাভলিনা বড়গোহাঁই।
সোমবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার জানিয়েছিলেন, যাঁরা তাঁকে অলিম্পিতে পদক পেতে সাহায্য করেছিল সেই কোচেদের লাগাতার অপসারণের মধ্যে দিয়ে 'মানসিক হেনস্থা'র শিকার হয়েছিলেন তিনি । কমনওয়েলথ গেমসে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় অন্যতম লাভলিনা বরগোঁহাই।
এই বিষয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, আমাকে অলিম্পিকে পদক জিততে যে দুই কোচ সহায়তা করেছিলেন তাঁদের এখানে আমার প্রস্তুতির সময় থাকতে দেওয়া হচ্ছে না। তাঁদের মধ্যে একজন দ্রোণাচার্য পুরস্কার পাওয়া কোচ সন্ধ্যা গুরুং, তাঁকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। লাভলিনার অভিযোগ, এর আগেও তাঁর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানো হয়েছে। এভাবেই বারেবারে তাঁতে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ লাভলিনার।
truly thank@ianuragthakur sir and @IndiaSports, and @Media_SAI for the prompt and
— Lovlina Borgohain (@LovlinaBorgohai) July 26, 2022
rapid action to Include my
Coach Sandhya Gurung's
name in CWG acred.also grateful for SAl for
constant support for my
training since my youth.
Thank you once again to all
who have truly helped me
এর পরই কমনওয়েলথস গেমসের অ্যাক্রিডিটেশন দেওয়া হয় সন্ধ্যা গুরুংকে। এনডিটিভি'র খবর অনুযায়ী মঙ্গলবারই অ্যাক্রিডিটেশন পান গুরুং। বুধবার সেই কথা নিজেও স্বীকার করে নেন লাভলিনা। কোচ সন্ধ্যা গুরুং'কে অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কেন্দ্রী ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে টুইট করে ধন্যবাদ জানান অসমের এই কৃতি সন্তান।
আয়ারল্যান্ডে প্রস্তুতি সেরে রবিবার রাত্রে কমনওয়েলথ গেমস ভিলেজে পৌঁছয় ভারতের বক্সিং দল। কিন্তু অ্যাক্রিডিটেশন না থাকার ফলে লাভলিনার কোচ সন্ধ্যা গুরুং-কে গেমসে ভিলেজে ঢুকতে দেওয়া অনুমতি দেওয়া হয় না।