২০২৪-এ বিজেপি আসবে না, এজেন্সির নামে টাকা লুঠ চলছে, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি। হিন্দমোটরের সভা থেকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি বলেছেন এজেন্সিকে ব্যবহার করে টাকা লুঠ করছে বিজেপি। গোটা দেশকে লুঠেরায় পরিণত করছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র িনশানা করেছেন বিজেপিকে। এক কথায় মমতা বুঝিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে তিনি বিন্দুমাত্র ভীত নন। উল্টে তাঁর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে।

২০২৪-এ বিজেপি আসবে না

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর বঙ্গে শাসক দল চাপে রয়েছে বলে দাবি করা হচ্ছিল। কিন্তু পর পর ২ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বুঝিয়ে দিয়েছেন তিনি এবং তাঁর দল এতে বিন্দু মাত্র চাপে নেই। উল্টে তাঁরা আরও বেশি করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টিটাগড়ের সভা থেকে বলেেছেন, '২০২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না।' বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেেছন, 'কী অঙ্ক, এত সিট কোথা থেকে আসবে তা আমি বলতে পারব না৷ বাড়ি বদলে ভাগ্য বদলাবে না।'

চক্রান্তের অভিযোগ

এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। তিনি বলেছেন। বাংলায় সরকার ফেলার চক্রান্ত করেছে বিজেপি। মহারাষ্ট্র ভেঙেছে। এবার বাংলাকে টার্গেট করেছে তারা। বাংলা ভাঙা অত সহজ নয়। 'বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো' তিনি অভিযোগ করেছেন বাংলার বদনাম করার চেষ্টা করছে বিজেপি। এজেন্সিকে ব্যবহার করে সব রাজনৈতিক দলের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে।

শিল্পপতিদের বার্তা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাঁরা শিল্পপতি আছেন, তাঁরা ভয় পাবেন না। আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে, আমি জানি। আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।'

ভোর ৫টায় ঘুরে বেড়াচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, 'আমি সব প্ল্যানিং জানি৷ কিছু হলে নিশ্চয়ই অ্যাকশন হবে৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন? ববি বলছে ভোর পাঁচটায় আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!' এদিন নাম না করেই এক প্রকার পার্থর পাশে দাঁড়িয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ভোর রাতে কেন ইডি হানা দেবে? আর ২১ জুলাইয়ের পরের দিনই বা কেন পদক্ষেপ করা হবে।

'২১-র সভার পরেই ২২ জুলাই কেন পদক্ষেপ? কেন ভোর রাতে হানা?', পার্থর গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার'২১-র সভার পরেই ২২ জুলাই কেন পদক্ষেপ? কেন ভোর রাতে হানা?', পার্থর গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee said BJP will not come in power at 2024
Story first published: Wednesday, July 27, 2022, 16:29 [IST]