মমতা-মোদী মুখোমুখি হবেন! ইডি তৎপরতার পর নীতি আয়োগের বৈঠক নিয়ে জল্পনা

সম্প্রতি রাজ্যে ইডি তৎপরতা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী তথা দলের দু-নম্বর নেতা পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন ইডির হাতে। আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে মুখোমুখি হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আসন্ন নীতি আয়োগের বৈঠকে মমতা-মোদী মুখোমুখি হতে পারেন বলে চর্চা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর?

রাজ্য রাজনীতি তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। স্বভাবতই অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। এখন প্রশ্ন আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে কি যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর?

ইডির তৎপরতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন কি না

সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ৭ অগাস্ট যেতে পারেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। দিল্লিতে এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কোনও বৈঠক করতে পারেন, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। সেই বৈঠকে ইডির তৎপরতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন কি না, সেটাই দেখার।

নীতি আয়োগের বৈঠকে মমতা যোগ দিতে সম্মত হওয়ায় জল্পনা

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ইতি ও সিবিআই তৎপরতা নিয়ে কোনওরকম মুখ খোলেনি তৃণমূল। কিন্তু এবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে সম্মত হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ইডি-সিবিআই তৎপরতা নিয়ে কোনওরকম আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

কী কারণে এবার বৈঠকে গেলেন মমতা, তা নিয়ে চর্চা হবেই

২০২০ সালে এই বৈঠকে যোগ দেননি মমতা বন্যোা পাধ্যায়। ২০১৯ সালে শেষ বার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের মুখোমুখি বৈঠক হয়েছিল। সেবারও নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা। তাঁর যুক্তি ছিল, নীতি আয়োগের বৈঠকে কোনও কাজের কাজ হয় না। এবার সেই বৈঠকে মমতা নির্দ্বিধায় গেলে সমালোচনা হবেই। তিনি কী কারণে এবার বৈঠকে গেলেন, তা নিয়ে চর্চা হবেই।

পৃথক বৈঠক হবে কি? রাষ্ট্রপতি ভবনে মোদী-মমতা সাক্ষাৎ হবেই!

কেন্দ্র ও রাজ্য সম্পর্ক নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে। তারপর মূল্যবৃদ্ধি ও জিএসটি একটা বড় সমস্যা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদেকর বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বেড়েছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীরা সরব হন কি না কিংবা মমতা একান্তে কোনও আলাপচারিতায় যান কি না, তা-ই দেখার। রাজনৈতিক মহল অধীর আগ্রহে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হয় কি না, সেদিকে। বৈঠকে য়োগ দিতে গেলে রাষ্ট্রপতি ভবনে মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ যে হবেই, তা বলাই যায়।

ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee can meet with Narendra Modi to join in Niti Ayog meeting in New Delhi
Story first published: Wednesday, July 27, 2022, 12:48 [IST]