সরকার ভাঙার ইঙ্গিত!
মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে বাংলাতেও সরকার ভাঙার ইঙ্গিত। এদিন সাংবাদিক বৈঠকে মিঠুন বলেন, একদিন মুম্বইতে সকালে ঘুম থেকে উঠে দেখি বিজেপি সরকার গঠন করে ফেলেছে। পশ্চিমবঙ্গে এমন একদিন তো ঘটতেই পারে। আর তা বলতে গিয়ে বিজেপি নেতার দাবি, অন্তত ৩৮ জন তৃণমূল বিধায়কের আমাদের সঙ্গে ভালো সম্পর্কে আছে। ২১ জন আমার সঙ্গে ডাইরেক্ট। এবার বাকিটা হিসাব করুন। তবে বিজেপি লড়াই ছাড়বে না বলে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তী।
স্বচ্ছ ভোট হলে কালই বিজেপি সরকার গড়বে
স্বচ্ছ ভোট হলে আগামীকালইবাংলায় বিজেপি সরকার গড়বে। এমনটাই দাবি করলেন মিঠুন চক্রবর্তী। আজ বুধবার হেস্টিংসে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ তৈরি করতেই এই বৈঠক ছিল বলে খবর। আর এর মধ্যেই মিঠুনের এহেন দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মিঠুন বলেন, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই দল কখনই সাম্প্রদায়িক নয়। এমনকি দাঙ্গা করেনি বলেও দাবি। তবে আগামীদিনে বাংলায় সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ আরও বাড়বে বলেই দাবি বিজেপি নেতার।
যারা চলে যাওয়ার চলে যান
একদিকে দল ভাঙানোর ইঙ্গিত দিলেন অন্যদিকে বিজেপি ছেড়ে যারা চলে যাচ্ছেন তাঁদের চলে যাওয়ার কথা বললেন মিঠুন। তাঁর দাবি, যারা চলে যাওয়ার যেতে পারেন। একেবারে ক্রিম নিয়ে আমরা দল করব। তবে যারা আসবেন তাঁরা তো আর যেতে পারবেন না। তবে মিঠুনের এহেন বক্তব্য নিয়ে অনেকের দাবি, তাহলে কি এবার বাংলাতেও ঘোড়া কেনাবেচা! যদিও বিষয়টি এখনও স্পষ্ট করেননি মিঠুন চক্রবর্তী। তাঁর মতে, এটা শুধু মিউজিক রিলিজ হল। ট্রেলার এবং সিনেমা এখনও বাকি আছে।
গুরুত্ব দিচ্ছে না তৃণমূল
তবে মিঠুনের এহেন বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তৃণমূল সাংসদ শান্তুনু সেনের দাবি, উনি শারীরিক ভাবে সুস্থ নয়। ওনার কথায় উরতব দেওয়ার প্রয়োজন নেই বলেই দাবি তাঁর। সাংদের দাবি, যেখানে অভিষেক বলছেম দরজা খুলে দিলে বিজেপি দটাই উঠে যাবে সেখানে মিঠুন চক্রবর্তী'র এহেন মন্তব্য নিয়ে মাথা ঘামানোর কিছু বলেই দাবি শান্তুনু সেনের। তবে সরকার ভাঙা প্রসঙ্গে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়চ দিয়েছেন, বাংলায় আসতে হলে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে মুখোমুখি হতে হবে।