শেষ অনন্ত অপেক্ষা, ইস্টবেঙ্গল-ইমামির চূড়ান্ত চুক্তি সই ২ অগস্ট, জেনে নিন বিস্তারিত

অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ অপেক্ষার পর ইস্টবেঙ্গলের চুক্তিপত্রের সই সবুদের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল।

অবশেষে চুক্তি সই ইস্টবেঙ্গলের:

বহু প্রতিক্ষিত চুক্তি সই সম্পন্ন হতে চলেছে ইস্টবেঙ্গলের। ইমামির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ২ অগস্ট চুক্তিপর্বে সই পর্ব সমপন্ন হবে। ১অগস্ট ইস্টবেঙ্গেলর প্রতিষ্ঠা দিবস। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সম্পন্ন হতে চলেছে সই পর্ব, যা নিঃসন্দেহে ক্লাবের কোটি কোটি সমর্থকের জন্য আনন্দের খবর।

ডুরান্ড কাপ দিয়ে মরসুম শুরু করবে ইস্টবেঙ্গল:

ডুরান্ড কাপ দিয়ে ২০২২-২৩ ফুটবল মরসুম শুরু করবে ইস্টবেঙ্গল। ১৬ অগস্ট মরসুমের প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ডার্বি দিয়ে মরসুম শুরু করতে হওয়ায় লাল-হলুদের প্রাক্তনী এবং কোটি কোটি সমর্থক চিন্তিত। কারণ এটিকে মোহনবাগান টিম সেট করে ফেলেছে ৩০ জুলাই থেকে তারা নেমে পড়বে অনুশীলনে। সেখানে ইস্টবেঙ্গল এখনও দল গঠন করেই উঠতে পারেনি। সেক্ষেত্রে সেট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ভাল ফলের আশা করছেন না অনেকেই।

কোচ নির্বাচনে ইস্টবেঙ্গলের চমক:

ইতিমধ্যেই কোচ ঠিক করে ফেলেছে লাল-হলুদ। কেরলের সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জকে প্রশিক্ষক করে আনছে লাল-হলুদ। বৃহস্পতিবার বিনো পা রাখবেন কলকাতায়। ইস্টবেঙ্গলের বিদেশি কোচ হচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যান্টাইন। দল গঠনের প্রক্তিয়া শুরু করেছে লাল-হলুদ। স্টিফেন আসার পর আইএসএল-এ বিনো তাঁর সহকারী হিসেবে কাজ করবেন।

ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন:

১৬ অগস্ট ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং এই সংগ্রহশালা উদ্বোধন করার কথা রয়েছে। তবে, ১৬ অগস্ট সেটি হবে কি না তা নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কারণ ওই দিনই ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ডার্বির দিন না করা গেলে মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া সময় মতোই এই সংগ্রহশালা উদ্বোধন করা হবে।

More EAST BENGAL News  

Read more about:
English summary
The final contract between East Bengal and Emami will be signed on 2nd August. Management of Emami confirmed the news.
Story first published: Wednesday, July 27, 2022, 11:25 [IST]