এবার আসল 'খেলা হচ্ছে'! ছবি দিয়ে 'মুখেন মারিতং জগৎ' অভিষেককে বিঁধলেন শুভেন্দু

২১ জুলাইয়ে (21 July) ধর্মতলায় তৃণমূলের (trinamool congress) সভা। সেই সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, বাংলার সব প্রকল্প নিজেই করে নেবে। সেই সময় করতালি পেয়েছিলেন তিনি। তবে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন ছিল আদৌ কি সম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে বললেও কার্য ক্ষেত্রে তা না হওয়ার প্রমাণ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভিডিও শেয়ার করেছেন। তাতে
দেখা যাচ্ছে রাস্তার ধারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলক বসানো হচ্ছে পাকাপাকি ভাবে।

More SUVENDU ADHIKARI News  

Read more about:
English summary
Suvendu Adhikari targets Abhishek Banerjee on his comments on Central Projects
Story first published: Wednesday, July 27, 2022, 13:55 [IST]