সামান্য ভুলে খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিল রোবর্ট, মুহূর্তেই ভাইরাল ভিডিও

একটি দাবা ম্যাচ চলাকালীন নিয়মভঙ্গ করায় খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিল রোবট, চাঞ্চল্যকর এই ঘটনাটি রাশিয়ার। মস্কো দাবা ওপেনে সাত বছর বয়সী ক্রিস্টোফার নামের এক শিশুর সঙ্গে ম্যাচ খেলার হিংসাত্মক হয়ে ওঠে রোবট। ক্রিস্টোফার সামান্য নিয়মভঙ্গ করায় ওই রোবট শিশুটির আঙুল ভেঙে দেয়। এমনই অদ্ভূত চিত্র রেকর্ড হয়েছে ক্যামেরায়।

জানা গিয়েছে সাত বছরের খুদের দ্রুত চাল দেওয়ার বিষয়ে মেনে নিতে পারেনি রোবটটি। রোবটের চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই খুদে প্রতিপক্ষ ক্রিস্টোফার চাল দিয়ে ফেলছিলেন, সম্ভবত সেই কারণেই শিশুটির আঙুল চেপে ধরে ভেঙে দেয় সেটি। যন্ত্রনায় ছটফট করা শিশুটির আঙুল রোবটের কবল থেকে প্রথম দিকে ছাড়াতে বেশ বেগ পেতে হয়। এগিয়ে আসেন নিরপত্তার দায়িত্বে থাকা আধিকারিকও।

এই ঘটনার বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন রাশিয়ার দাবা ফেডারেশনের সভাপতি সের্গেই লাজারেভ। তিনি বলেছেন, "রোববটি ওই শিশুর আঙুল ভেঙে দিয়েছে। এর আগেও ওই রোবট একাধিক প্রদর্শনী ম্যাচ খেলেছে কিন্তু এই ধরণের আচরণ কখনও ঘটেছে বলে মনে করতে পারছি না। বিরল ঘটনা!" তিনি আরও জানিয়েছেন, ক্রিস্টোফারের হাতের চোট গুরুতর নয়। দ্রুত সেরে উঠেছে সে। আঙুলে ব্যান্ডেজ বেঁধে খেলা শেষ করেছিল এবং খেলা শেষে সই করে সার্টিফিকেটও নিয়েছে।

All acquisition that advanced AI will destroy humanity is false. Not the powerful AI or breaching laws of robotics will destroy humanity, but engineers with both left hands :/

On video - a chess robot breaks a kid's finger at Moscow Chess Open today. pic.twitter.com/bIGIbHztar

— Pavel Osadchuk 👨‍💻💤 (@xakpc) July 21, 2022

ক্রিস্টোফারের ভাঙা আঙুলে প্লাস্টার করা হয়েছে। পরের দিনই আবারও একটি ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন, তাঁর মনের মধ্যে এই ঘটনায় খুব বেশি ভীতির সঞ্জার ঘটেনি। এই ঘটনাটি ১৯ জুলাই ঘটেছে মস্কোয়। রাশিয়ার বিভিন্ন সংবামাধ্যমে প্রকাশিত হয় এই খবর। এই পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা যথেষ্ট শিহরণ জাগানোর মতোই।

More CHESS News  

Read more about:
English summary
Chess playing robot broke a 7 year old child's finger in Moscow Chess open.