ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে উৎসবের মেজাজে শিখর ধাওয়ানের ভারত, দেখুন ড্রেসিংরুমের ভিডিও

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র কুড়ি শতাংশ কাটা যাওয়ার খবর দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় দলের ক্রিকেটারদের কাছে। কিছুটা মন খারাপ থাকলেও দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ পকেটে করে নেওয়া সঙ্গেই উৎসবের মেজাজ ধরা পড়ল ভারতীয় দলের ড্রেসিংরুমে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে উৎসবের মেজাজে শিখর ধাওয়ানের ভারত, দেখুন ড্রেসিংরুমের ভিডিও

পাহাড়াপ্রমাণ রানা তাড়া করতে নেমে অক্ষর প্যাটেলের ম্যাচ উইনিং ইনিংস ভারতকে জয় এনে দেওয়ার সঙ্গেই উৎসবে মেতে ওঠে ভারতীয় দলের ক্রিকেটাররা। ড্রেসিং রুমে সেলিব্রেশনের একটি ভিডিও টুইট করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে দলের সকল সদস্য এক সঙ্গে এই সিরিজ জয়কে সেলিব্রেট করছেন চিৎকার করে, একে অপরের সঙ্গে খুনশুটি করে। ভিডিওটি টুইট করে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, "প্রতিভা ম্যাচ জেতায় কিন্তু টিম ওয়ার্ক চ্যাম্পিয়নশিপ জেতায়। দলকে কুর্ণিশ।"

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ের লক্ষ্যেই রবিবার পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে নেমেছিল ভারত। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। প্রথমে ব্যাটিং করে নিকোলাস পুরানের দল নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩১১/৬। কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে সাই হোপ করেন অনবদ্য ১১৫ রান। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৭৪ রানের ইনিংস। কাইল মেয়ার্স এবং শামার ব্রুকস করেন যথাক্রমে ৩৯ এবং ৩৫ রান। ব্রেন্ডন কিং রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। রোভমান পাওয়েল এবং রোমারিও শেফার্ড করেন যথাক্রমে ১৩ এবং ১৫ রান।

শার্দূল ঠাকুর সর্বাধিক তিনটি উইকেট সংগ্রহ করেন ভারতের হয়ে। একটি করে উইকেট পান দীপক হুডা, অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল।

Talent wins game but teamwork and intelligence wins championship! 🙌 Kudos to team for the amazing face-off! 😍👏 #IndvsWI pic.twitter.com/jMZOjWiTN6

— Shikhar Dhawan (@SDhawan25) July 25, 2022

জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে দুই উইকেটে জয় তুলে নেয় ভারত। যদিও রান তাড়া করার শুরুটা খুব ভাল হয়নি। অধিনায়ক শিখর ধাওয়ান ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। ধুকতে থাকা ভারতীয় ব্যাটিংকে ৬৩ রান করে নির্ভরতা দেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন রান আউট হন ৫৪ রানে। গত ম্যাচে অর্ধ-শতরান করা শুভমন গিল ৪৩ রানে ফিরে যান প্যাভিলিয়নে। শেষের দিকে ৩৫ বলে ৬৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে অক্ষর প্যাটেল ভারতকে জয় এনে দেন। প্রথম একদিনের ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব (৯)।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট পান আলজারি জোসেফ এবং কাইল মেয়ার্স। একটি করে উইকেট সংগ্রহ করেন জেইডেন সিলস, রোমারিও শেফার্ড এবং আকিল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের মধ্যেই খারাপ খবর ভারতীয় দলের জন্যওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের মধ্যেই খারাপ খবর ভারতীয় দলের জন্য

More INDIA News  

Read more about:
English summary
Team India celebrates ODI series win against West Indies in style. Dressing room video shared by shikhar dhawan gone viral
Story first published: Monday, July 25, 2022, 14:07 [IST]