১ল অগস্ট থেকে শুরু হবে কাজ
নির্বাচন কমিশন আগামী ১লা অগস্ট ভোটার আইকার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এর একটাই লক্ষ্য ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোন ভোটার একাধিক নির্বাচনী এলাকার ভোটার বা একই নির্বাচনী এলাকার একাধিক ভোটকেন্দ্রের ভোটার। শুধু তাই নয়, অনেক সময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলে ছাপ্পা। আর তা ঠেকাতেই আধারের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা বলে দাবি কমিশনের। আর সেই লক্ষ্যেই এই প্রচার অভিযান শুরু হচ্ছে মহারাষ্ট্র কমিশনের তরফে জানানো হয়েছে।
সহজেই জাল ভোটারদের খোঁজ মিলবে
নির্বাচন কমিশনের এই বিষয়ে সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি মহারাষ্ট্র মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীকান্ত দেশপান্ডে এনআইএ'কে জানিয়েছেন, নির্বাচন কমিশন ১লা আগস্ট থেকে পুরো রাজ্যে ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার প্রচার শুরু করবে। বলে রাখা প্রয়োজন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা হলে অনেক ক্ষেত্রেই সুবিধা পাওয়া যাবে। কত ভোটার তা একদিকে স্পষ্ট হব। অন্যদিকে একাধিক ভোটার থাকলে তা ধরা পড়ে যাবে। এছাড়াও ফেক ভোটারদের খুব সহজেই ধরা যাবে বলে জানানো হয়েছে।
গত মাসেই এই বিষয়ে নির্দেশিকা-
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে গত মাসেই আইনমন্ত্রক ভোটারদের রেজিস্ট্রেশন অফ ইলেকট্ররাল রুলস, ১৯৬০ এবং কন্ডাক্ট অফ ইলেকশন রুলস, ১৯৬১ বদল করা হয়েছে। যা গত বছরের নির্বাচনী সংস্কার কার্যকর হয়েছে। যার মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণে'র বিষয়টি ছিল। এমনকি নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রে বেশকয়েকি তারিখের কথাও উল্লেখ করা হয়। তখনই এই ব্যবস্থা ১লা আগস্ট, ২০২২ থেকে কার্যকর হবে বলে বলা হয়েছিল।
কীভাবে লিঙ্ক করা যাবে?
একাধিক পদ্ধতিতে করা জ্জাবে ভোটার কার্ড এবং আধার যুক্ত। উইকডেজের যে কোনও দিনে ১৯৫০ নম্বরে ডায়েল করে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা যাবে। তবে এর জন্যে সকাল ১০ থেকে পাঁচটার মধ্যে ওই নম্বরে ফোন করতে হবে। আর সেখানে voter ID card নম্বর এবং Aadhaar card-এর তথ্য দিতে হবে। আর এর পরেই তা রেজিস্টার হয়ে যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।