পাঁচবছর পরে সরলেন রাষ্ট্রপতি ভবন থেকে! নতুন বাসভবনে রামনাথ কোবিন্দ

সোমবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি (President) হিসেবে শপথ নিয়ে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আর তার পরেই সদ্য প্রাক্তন হওয়া রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) রাষ্ট্রপতি ভবন ছেড়ে তাঁর নতুন বাসভবনে উঠে দিয়েছেন। যাওয়ার আগে তাঁকে তিন বাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।

সোনিয়ার প্রতিবেশী

রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা এখন থেকে থাকবেন রাজধানীর ১২ নম্বর জনপথে। পাশেই ১০ জনপথে থাকেন সোনিয়া গান্ধী। ফলে প্রাক্তন রাষ্ট্রপতি এবার কংগ্রেস সভানেত্রীর প্রতিবেশী হলেন।

১২ জনপথে আগে ছিলেন রামবিলাস পাসোয়ান

প্রায় তিন দশক ধরে ১২ জনপথে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। ২০২০-র অক্টোবরে তিনি মারা যান। এই বছরের মার্চে পাসোয়ানের পরিবার এবং আশপাশের কয়েকটি বাংলা দখল করে থাকা অন্যরাজনীতিবিদদের পরিবারকে নোটিশ দেওয়ার পরেও তা খালি না করায় উচ্ছেদ করা হয়। এই বাংলোগুলি আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে।

বেঙ্কাইয়াও যাবেন নতুন বাসভবনে

১০ অগাস্ট উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবে বেঙ্কাইয়া নাইডুর। এরপর তিনি বর্তমান বাসভবন ছেড়ে যাবেন ১ ত্যাগরাজ মার্গে। এই বাংলোটি আগে ছিল সদানন্দ গৌড়ার দখলে।

৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপি তথা এনডিএ প্রার্থীর সঙ্গে লড়াই হচ্ছে বিরোধী দলগুলির প্রার্থী মার্গারেট আলভার। ভোট দেবেন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদরা।ওইদিনই ফল ঘোষণা করা হবে। যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি।

আরও একটি রাষ্টায়ত্ত কোম্পানি গেল রতন টাটার হাতে! দুবছর পরে ফের কাজ শুরু প্রস্তুতিআরও একটি রাষ্টায়ত্ত কোম্পানি গেল রতন টাটার হাতে! দুবছর পরে ফের কাজ শুরু প্রস্তুতি

More RAMNATH KOVIND News  

Read more about:
English summary
Ex President ramnath kovind shifts his residence from Rastrapati Bhavan to new residence.