বন্ধুর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক
মার্কিন দৈনিকের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানহানের সঙ্গে স্বল্প সময়ের জন্য সম্পর্কে জড়িয়ে পড়েন ইলন মাস্ক। একটি অনুষ্ঠানে গিয়ে তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন। মার্কিন দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়, তারপর থেকেই সের্গে ব্রিনের সঙ্গেই শ্যানাহানের দুরত্ব তৈরি হয়। একই ঘরে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ঘটনার সপ্তাহ তিনেক পরে চলতি বছরের জানুয়ারিতে ব্রিন শ্যানাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। সেই সময় তিনি জানান, ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে তাঁরা আলাদা থাকছিলেন। শ্যানাহান বিবাহ বিচ্ছেদের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আবেদন করছেন। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে বলে জানা গিয়েছে। দম্পতির ২০১৮ সালে বিয়ে হয়।
দুই ধনকুবের বন্ধুত্বের ইতি
মার্কিন ধনকুবেরদের মধ্যে চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা। এরমধ্যেই ব্রিনের সঙ্গে মাস্কের বন্ধুত্ব একটা উদাহরণ স্থাপন করেন। কিন্তু তা আর টিকল না বলেই মার্কিন দৈনিক দাবি করেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা জানার পরেই গুগলের সহ প্রতিষ্ঠাতার সঙ্গে টেসলার কর্ণধার ইলন মাস্কের দুরত্ব বাড়তে থাকে। এমনকী ব্রিন তার আর্থিক উপদেষ্টাদের মাস্কের বিভিন্ন সংস্থায় তাঁর বিনিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন। সমস্ত বিনিয়োগ বিক্রির নির্দেশ তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে।
গত বছর আগেও মাস্কের সঙ্গে ব্রিনের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। সিলিকন ভ্যালি পরিদর্শনের সময় তিনি প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন বলে জানা যায়। ব্রিন একবার বলেছিলেন, তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি কোনও দাতব্য প্রতিষ্ঠানে দানের বদলে ইলন মাস্ককে দিয়ে যাবেন। প্রসঙ্গত, ইলন মাস্ক বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি। সের্গেই বিশ্বের অস্টম ধনী ব্যক্তি।
ইলন মাস্কের সাফাই
সের্গে ব্রিলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন ইলন মাস্ক। রবিবার রাতে টুইট করে তিনি বলেন, ব্রিনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কোনও ছেদ পড়েনি। শনিবার রাতেই তাঁরা একসঙ্গে পার্টিতে ছিলেন। নিকোন শ্যানাহানের সঙ্গে তাঁর সম্পর্ক গুজবের বাইরে কিছু নয় বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেন, 'নিকোলকে আমি তিন বছরে মাত্র দুবার দেখেছি। দুবারই আমাদের আশেপাশে অনেক মানুষ ছিলেন। কোনও রোমান্টিক পরিবেশ ছিল না।'
তবে বার বার ইলন মাস্কের ব্যক্তি জীবন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ২০১৮ সালে এক বিমান সেবিকা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এর জেরে ইলন মাস্ককে প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসসেবে দিতে হয়। জানা গিয়েছে, গত নভেম্বরের এক মহিলার দুই যজম সন্তানের বাবা হয়েছেন তিনি। ওই মহিলার তাঁর গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলায় কাজ করতেন।