ভুল বললে আমাকে ক্ষমা করে দেবেন
সোমবার নজরুল মঞ্চে রাজ্যে সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে ক্ষমতা চেয়েই দু-চার মনের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বলতে বাধ্য হচ্ছি, না হলে ওরা ভাববে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছে। কিন্তু আমি ভয় পাই না। কারণ আন্দোলনেই আমার জন্ম। তাই আপনাদের অনুমতি নিয়ে দু-চার কথা বলব। ভুল বললে আমাকে ক্ষমা করে দেবেন।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মমতা
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেন। সাফ জানিয়ে দেন অন্যায় তিনি সাপোর্ট করেন না। তিনি ব্যাখ্যা দেন, কেউ যদি জেনে বুঝে ভুল করে তাঁকে শাস্তি দেওয়া দরকার। কিন্তু অজ্ঞানে যদি কেউ ভুল করে তবে তাঁকে ভুল শোধরানোর সময় দিতে হবে। মনে রাখতে হবে ভুল করাটাও একটা অধিকার।
এক গাছে কলা আর আপেল হয়? প্রশ্ন
মমতা বলেন, আমি রাজনীতি করি কারণ আমার খারণা ছিল রাজনীতি মানেই ত্যাগ, দেশসেবা। মা, বাবা, শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষাই পেয়ে এসেছি। কিন্তু স্কুলের সব স্টুডেন্ট কি একইরকম হয়? পার্থক্য তো থাকবেই। নয়তো এক গাছে কলা আর আপেল হয়। আম আর আমড়াও কি এক গাছে হয়? নাকি আলু আর আলুবখরা এক গাছে হয়?
দুর্নীতিকে সাপোর্ট আমার নেশা বা পেশা নয়
মমতা বলেন, আমি কোনও অন্যায়কে সাপোর্ট করি না, দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশা বা পেশা কিছু নয়। আমি নিজে এক লক্ষ টাকা পেনশন পাই, এমএলএ ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি ২ লাখ পাই। প্রতি মাসে ৩ লক্ষ টাকা করে ১১ বছর ত্রাণ তহবিলে দিয়ে আসছে, গুনুন তো কত হয়। আমি তো ভলেন্টারিলি সার্ভিস করি।
সাধুর মধ্যেও ভূত আছে! বললেন মমতা
এরপর তিনি বলেন, আজ আমি কয়েকটি রাজনৈতিক দলের আচরণে দুঃখিত, মর্মাহত এবং শোকাহত। কেউ কখনও ভুল করতেই পারে। নেতাজির তরুণের স্বপ্ন বইটি পড়লেই জানতে পারবেন- ভুল করাটাও অধিকার, জেনে ভুল করলে অপরাধ, অজ্ঞানে ভুল করতে সংশোধনের জায়গা আছে। সবাই সাধু একথা বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। কেউ ১০০ শতাংশ সঠিক কাজ করবে সেটাও বলতে পারব না।
পার্থর বিরুদ্ধে ব্যবস্থা? মমতার বার্তা
মোট কথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় যদি জেনেবুঝে এই ভুল করেন, তবে তা অপরাধ। তাঁকে শাস্তি পেতে হবে। দলও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যদি না জেনে অন্যায় করেন, তবে তাঁকে শোধরানোর সুযোগ দেওয়া উচিত। তিন মাসের মধ্যে এই মামলা শেষ করার বার্তা দিয়েছেন তিনি।
রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? জল্পনা
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকেই প্রশ্ন উঠছে, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? তাঁকে কি মন্ত্রী রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ক্যাবিনেট থেকে ছেঁটে ফেলবেন? দলে তিনি মহাসচিবের পদে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নিতে পারেন। তবে সবকিছুই হবে পার্থ চট্টোপাধ্যায়ের অন্যায় বুঝলেই।