চুক্তি এখনও সই না হওয়ায় লাল-হলুদে আসছেন না এই হাইপ্রোফাইল স্ট্রাইকার, ইস্টবেঙ্গলের হাতছাড়া তারকা গোলরক্ষকও

দল বদলের বাজারে ফের চমক মুম্বই সিটি এফসি'র। বাঙালি গোলরক্ষক ভাস্কর রায়কে সই করাল আইল্যান্ডাররা। অপর দিকে. দলবদলের বাজারে চমক দিয়েছে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া।

মুম্বই সিটি এফসি'তে ভাস্কর রায়:

দুই বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি সই করাল গত মরসুমে আই লিগে রাজস্থান ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত গোলকিপিং করা ভাস্কর রায়কে। গত মরসুমে গোল্ডোন গ্লাভস জিতেছিলেন ভাস্কর। গত মরসুমে ১৭ ম্যাচে ৪৪টি সেভ করেন ভাস্কর। দেশ বার্কিংহামের দলের হয়ে খেলার সুযোগ পাওয়া ভাস্কর জানিয়েছেন, এটা তাঁর কাছে অত্যন্ত বড় সুযোগ এবং এই প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে তিনি বদ্ধপরিকর।

ইস্টবেঙ্গলে আসছেন না দেশহর্ন ব্রাউন:

ইস্টবেঙ্গলে আসছে না দেশহর্ন ব্রাউন। মেজর লিগ সকরারে ক্লাব সাক্রামেন্টো-এ সই করলেন জামাইকার এই হাইপ্রোফাইল ফুটবলার। ইস্টবেঙ্গলের অফার থাকলেও শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে সই না করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ক্লাবের চুক্তি জটের কথা।

চার তরুণ ফুটবলারের সই বেঙ্গালুরু এফসি'তে:

২০২২-২৩ মরসুমে দলকে আরও শক্তিশালী করতে চার ফুটবলারকে সই করাল বেঙ্গালুরু এফসি। এই চার ফুটবলার হলেন সুধীর কোটিকালা, অঙ্কিত পদ্মনভন, ক্লারেন্স এবং ফেলিক্সসন ফার্নান্ডেজ। সন্তোষ ট্রফিতে বেঙ্গালুরুর প্রতিনিধিত্ব করেছিলেন সুধীর এবং অঙ্কিত। সুধীরকে দুই বছরের চুক্তিতে এবং অঙ্কিতকে তিন বছরের চুক্তিতে সই করিয়েছে আই লিগ, আইএসএল চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে সই করাল বেঙ্গালুরু এফসি:

অস্ট্রেলীয় সেন্টার ব্যাক আলেক্সজান্ডার জোভানোভিচকে সই করাল বেঙ্গালুরু এফসি। এক বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসি সই করাল এই হাইপ্রোফাইল এই ডিফেন্ডারকে। এই মরসুমে সপ্তম বিদেশি হিসেবে আলেক্সজান্ডারকে সই করান নীল জার্সিধারীরা। এশিয়ান ফুটবলার কোটায় সই করান হল তাঁকে।

তরুণ মিডফিল্ডার আয়ূষ ছেত্রীকে সই করাল এফসি গোয়া:

গত মরসুমে আই লিগে দৃষ্ট আকর্ষণ করা তরুণ মিডফিল্ডার আয়ূষ ছেত্রীকে সই করাল এফসি গোয়া। তিন বছরের চুক্তিতে আয়ূষকে সই করাল গোয়ার ফ্রাঞ্চাইজিটি। যার ফলে ২০২৫ সাল পর্যন্ত মাণ্ডবীর তীরবর্তী ক্লাবটির জার্সিতে খেলবেন আয়ূষ। নতুন ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি সমপন্ন করার পর এই ফুটবলার বলেছেন, "দেশের অন্যতম সেরা ক্লাব এফসি গোয়া এবং সেই ক্লাবে সই করতে পেরে আমি খুশি। আইএসএল-এ খেলা আমায় অন্যতম বড় স্বপ্ন ছিল এবং আমায় সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এফসি গোয়ার কাছে। মিডফিল্ডার হওয়ার ফলে আমি পছন্দ করি বল নিয়ে খেলতে। আমার মতো ফুটবলারদের ক্লাব উৎসাহিত করে, প্যাশন বেসড স্টাইল ফুটবল খেলতে উৎসাহ দেয়, যেটা আমার ভাল লেগেছে। যখন আমি ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি তখন তাঁরা অত্যন্ত আন্তরিক ভাবে আমায় স্বাগত জানায় এবং বোঝায় যে তাঁদের পরিকল্পনার এক বড় অংশ হতে পারি আমি।"

কোহলি মুখ খুললেন সমালোচনার ঝড়ের মধ্যেই, ভারতকে বিরাট দুই সাফল্য এনে দেওয়ার প্রত্যয়কোহলি মুখ খুললেন সমালোচনার ঝড়ের মধ্যেই, ভারতকে বিরাট দুই সাফল্য এনে দেওয়ার প্রত্যয়

More EAST BENGAL News  

Read more about:
English summary
Deshorn Brown rejects East Bengal's offer and signs for MLS club. Brown said because of instability of East Bengal he rejects their offer.
Story first published: Sunday, July 24, 2022, 17:08 [IST]