দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত এক

দিল্লিতে তিনতলা একটি বাড়ি ধসে একজনের মৃত্যু হয়েছে। দমকল সূত্রের খবর, তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িটির নীচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হয়।


দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ বলেন, রবিবার ভোর পাঁচটার সময় একটি তিনতলা বাড়ি ধসে যাওয়ার খবর পাওয়া যায়। দমকলের তিনটে ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার কাজ শুরু হয়। দিল্লির মুস্তাফাবাদে বাবুনগর চানওয়ালি গলির কাছে এই বিপর্যয় ঘটেছে। দমকল চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছে। হাসপাতালের চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। জানা গিয়েছে, বাড়িটির প্রথম ও দ্বিতীয় তল ধসে পড়ে। কেন এই বাড়িটি ধসে পড়ল সেই বিষয়ে দমকল বা স্থানীয় প্রশাসন সূত্রে কোনও খবর পাওয়া যায়নি। তবে দমকলের তরফে জানানো হয়েছে, বাড়িটি কেন ধসে পড়ল সেই বিষয়ে তদন্ত করা হবে।

দিল্লিতে নির্মীয়মাণ গুদামের প্রাচীর ধসে মৃত পাঁচ

প্রায় ১০ দিন আগে দিল্লিতে নির্মীয়মাণ গুদামের প্রাচীর ধসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। জানা যায়, নির্মাণ কাজ চলার সময় প্রাচীর ভেঙে পড়ে। সেই সময় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। ধ্বংসস্তূপ থেকে ১০ জন শ্রমিককে উদ্ধার করে দিল্লির হরিশ্চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। দুটি জেসিবি ক্রেনের সাহায্যে উদ্ধার কাজ চালানো হয়। দিল্লর নারেলা এলাকায় চৌহান ধর্মকান্তের কাছে বাকোলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করেন। হতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দিল্লিতে বহুতলে ধসের হার বাড়ছে

দিল্লিতে বাড়ি বা বহুতল ধসে মৃত্যুর সংখ্যা সম্প্রতি বেড়ে গিয়েছে। চলতি বছরে বেশ কয়েকটি বহুতল বা বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। মে মাসে দিল্লিতে প্রবল বৃষ্টিতে শহরে একাধিক জায়গা থেকে বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ঘটনায় মোট আট জন আহত হয়েছিলেন। অন্যদিকে, এপ্রিল মাসে দিল্লির সত্য নিকেনের কাছে একটি বাড়ি ভেঙে পড়ে। ঘটনায় পাঁচ শ্রমিক আটকে পড়েন। দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার করেন পাঁচ শ্রমিক কাজ করছিলেন। তখন তিনতলা বাড়ির ছাদ মেরামতির কাজ ছিল বলে জানা গিয়েছে।

'প্রধানমন্ত্রীর পরীক্ষাগারের নতুন পরীক্ষা অগ্নিপথ প্রকল্প' , কেন্দ্রকে খোঁচা রাহুলের 'প্রধানমন্ত্রীর পরীক্ষাগারের নতুন পরীক্ষা অগ্নিপথ প্রকল্প' , কেন্দ্রকে খোঁচা রাহুলের

More DELHI News  

Read more about:
English summary
One dead and three injured as three storey building collapse in Delhi
Story first published: Sunday, July 24, 2022, 15:04 [IST]