Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন নীরজ চোপড়া

আন্তর্জাতিক স্তরে ফের ভারতের মুখ উজ্জ্বল করলেন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন তিনি। টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার অল্পের জন্যে এই ইভেন্টে সোনা হাতছাড়া করেন। ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুড়ে রূপো নিশ্চিত করেন ভারতের কৃতী ক্রীড়াবীদ। নিজের চতুর্থ থ্রো-এ এই দূরত্ব অতিক্রম করেন নীরজ চোপড়া।

অলিম্পিকে সোনার পর আন্তর্জাতিক স্তরে নীরাজ চোপড়ার কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রূপো জয়। অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছিলেন নীরাজ চোপড়া। এটি ছিল অলিম্পিকে দেশের দীর্ঘ ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে ভারতের দ্বিতীয় সোনা জয়। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নিশেপে দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জেতেন নীরাজ চোপড়া। অঞ্জু ববি জর্জ প্রথম অ্যাথেলিট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দেন।

এই ইভেন্টে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ৯০.৫৪ মিটার দূরত্ব জ্য়াভলিন ছুঁড়ে সোনা জেতেন ক্যারিবিয়ান এই অ্যাথলিট। প্রথম প্রচেষ্টায় ৯০.২১ মিটার ছোঁড়েন পিটার। দ্বিতীয় থ্রো-এ তিনি অতিক্রম করেন ৯০.৪৬ মিটার দূরত্ব। ষষ্ঠ প্রচেষ্টায় ৯০.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জ্যাভলিন। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলিচ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন। ৮৬.৮৬ মিটার জ্যাভলিয়ন ছুঁড়ে চতুর্থ স্থানে শেষ করেন জার্মানির অ্যাথলেটি জুলিয়ান ওয়েবার। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন নীরাজ চোপড়া।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম বার পদক এনে দেন অঞ্জু ববি জর্জ। ২০০৩ সালে এই লং জাম্পার দেশকে ব্রোঞ্জ এনে দেন। ফাউল থ্রো দিয়ে ফাইনাল ইভেন্ট শুরু করেন নীরাজ চোপড়া। দ্বিতীয় থ্রো-এ তিনি অতিক্রম করেন ৮২.৩৯ মিটার দূরত্ব। তৃতীয় প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন অতিক্রম করে ৮৬.৩৭ মিটার দূরত্ব। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার ছুঁড়ে রূপো নিশ্চিত করেন সোনার ছেলে। পঞ্চম এবং ষষ্ঠ থ্রো-এ ফাউল করেন নীরাজ।

জ্যোভলিন থ্রো-এর ফাইনালে অংশগ্রহণকারী অপর ভারতীয় রোহিত যাদব শেষ করেন দশ নম্বর স্থানে। তাঁর বেস্ট থ্রো ৭৮.৭২ মিটার।ল যোগ্যতা অর্জনকারী পর্বে ৮০.৪২ মিটার জ্যাভলিন ছুঁড়ে একাদশ স্থানে শেষ করেছিলেন রোহিত। ২১ বছর বয়সী এই তরুণ অ্যাথলেটি গত মাসে ন্যাশনাল ইন্টার চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন ৮২.৫৪ মিটার জ্যাভলিন থ্রো করে।

More NEERAJ CHOPRA News  

Read more about:
English summary
Neeraj Chopra won silver in World athletics championship 2022