প্রাতিষ্ঠানিক বর্ণবৈষম্যের অভিযোগে বিদ্ধ স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। আর তার জেরে পদত্যাগে বাধ্য হলেন বোর্ডের ডিরেক্টররা। ফলে সঙ্কটের পরিস্থিতি তৈরি হলো স্কটল্যান্ডের ক্রিকেটে। প্রাক্তন দুই ক্রিকেটার বর্ণবৈষম্য ও তার জেরে কীভাবে হেনস্থার শিকার হতে হয় সে বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন গত বছর। তার জেরেই স্কটল্যান্ডের ক্রিকেট কর্তাদের পদত্যাগ।
(ফাইল ছবি)
ইয়র্কশায়ার ও এসেক্সে বর্ণবৈষম্যের অভিযোগে তোলপাড় হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট মহলে। এবার স্কটল্যান্ডেও একই অভিযোগ। স্কটল্যান্ডের সর্বাধিক উইকেটশিকারী মজিদ হক গত নভেম্বর মাসে অভিযোগ করেছিলেন, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডে প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবৈষম্য রয়েছে। হকের প্রাক্তন সতীর্থ কাসিম শেখ স্কাই স্পোর্টসে অভিযোগ এনে জানান কীভাবে মজিদ ও তিনি স্কটল্যান্ডের হয়ে খেলার সময় বর্ণবাদ ও তার জেরে হেনস্থার শিকার হতেন। উল্লেখ্য, ইয়র্কশায়ারে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন আজিম রফিক। এর জেরে ইয়র্কশায়ারের ক্রিকেট প্রশাসনে বদল আনা হয়। হেডিংলিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না দেওয়ার কথাও জানানো হয়। বর্ণবৈষম্যমূলক অভিযোগের তিরে বিদ্ধ হয় অপর কাউন্টি এসেক্সও।
NEWS UPDATE | The Board of Cricket Scotland has resigned. We will work in partnership with @sportscotland with immediate effect to ensure appropriate governance, leadership & support is in place for sport in the days ahead.
— Cricket Scotland (@CricketScotland) July 24, 2022
Find out more ➡️ https://t.co/S6AF7EyE4A pic.twitter.com/qa2Y0ybcNP
স্কটল্যান্ডের দুই ক্রিকেটার যে অভিযোগ এনেছিলেন তার জেরে নিরপেক্ষ তদন্ত শুরু হয়। তারই রিপোর্ট প্রকাশের ঠিক আগে স্কটল্যান্ডের ক্রিকেট কর্তাদের পদত্যাগে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের গভর্নিং বডির অন্তর্বর্তী সিইওকে লেখা চিঠিতে বোর্ডের ডিরেক্টররা জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্টে যা বলা হবে তা অক্ষরে অক্ষরে মেনে চলবে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কটল্যান্ডের ক্রিকেটে সকলের জন্য সমানাধিকারের কথা উল্লেখ করে আগামী দিনে সে দিনের ক্রিকেট যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে পারে তা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে।
একইসঙ্গে বোর্ডের ডিরেক্টররা জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তাঁদের কাছে যাঁরা বর্ণবাদের শিকার হয়েছেন বা স্কটল্যান্ডের ক্রিকেটে কোনওরকমভাবে হলেও বৈষম্যের শিকার হয়েছেন। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে টুইটে জানানো হয়েছে, ক্রিকেট স্কটল্যান্ড এখন থেকে স্পোর্টসস্কটল্যান্ডের সঙ্গে একযোগে কাজ করবে যাতে সঠিক গভর্ন্যান্স বজায় থাকে। আগামী দিনে ক্রিকেটের সব কিছুকে স্বাভাবিক রাখতে যাতে প্রতিষ্ঠানগতভাবে সবরকমের সহযোগিতা প্রদান করা যায়। গভর্নিং বডির তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থাপনা পরবর্তীকালে পর্যালোচনা করা হবে এবং সেটা হবে বর্ণবাদ নিয়ে তদন্ত রিপোর্ট জমা পড়ার পর। এই সংক্রান্ত তথ্যও পরবর্তীকালে জানানো হবে। এবারের টি ২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলার কথা। বোর্ডের ডামাডোল পরিস্থিতি তাদের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে সেটা দেখার।