অর্পিতার একাধিক ফ্ল্যাট
এসএসসি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি অফিসাররা। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে অর্পিতার। ডায়মন্ড
িসটি ছাড়াও বেলঘরিয়াতে ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এছাড়াও বরানগরের টবিনরোডেও অর্পিতার ফ্ল্যাটের হদিশ মিলেছে। বরানগরে দুটি নেল পার্লারও রয়েছে অর্পিতার। সেখানকার কর্মীরা জানিয়েছেন প্রতিমাসেই পার্লার আসতেন অর্পিতা।
দামি দামি গ্যাজেট ব্যবহার করতেন অর্পিতা
তদন্তকারীরা জানতে পেরেছেন দামি দামি গ্যাজেট ব্যবহার করতেন অর্পিতা। েদড় লক্ষ টাকা দামের ফোন, অ্যাপেলের ল্যাপটম থেকে শুরু করে দামি আইপড ব্যবহার করতেন পার্থ ঘনিষ্ঠ এই মডেল। এই সব দামি গ্যাজেট কেনার টাকা কোথা থেকে আসত অর্পিতার কাছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর কাছে উদ্ধার হয়েছে বিদেশী মূদ্রাও। সেই বিদেশী মূদ্রা কোথা থেকে এল তা জানার চেষ্টা করছেন ইডি অফিসাররা।
অর্পিতার বিদেশ সফরে নজর
একাধিক বার বিদেশ সফর করেছেন অর্পিতা। কোন কোন দেশে কত বার সফর করেছেন তিিন তা নিয়ে তদন্ত শুরু করেছেন ইডির আধিকারীকরা। অর্পিতার বিদেশ সফরে কালোটাকার লেনদেনের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন ইডির আধিকারীকরা। যে বিপুল পরিমান টাকা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই টাকা ছাড়া আরও কোনও টাকা লেনদেন হত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে অর্পিতাকে
আজই অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। তার আগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে গাড়ি থেকে নামার সময় অর্পিতা বলেন,আইনের উপর আস্থা রয়েছে। আইন আইনের পথে চলবে। সেখানে মেডিকেল পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে। আজ সেখানে ইডি অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।