CWG 2022: ডোপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ কমনওয়েলথ গেমেস অংশ নিতে চলা প্রথম সারির দুই প্যারা অ্যাথলিট

চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। বার্মিংহ্যাম কনওয়েলথ গেমসে অংশগ্রহণ করার লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত যোগ্যতা অর্জনকারী অ্যাথেলিটরা। অ্যাথলিটদের চলছে ডোপিং টেস্টও। আর এতেই ঘটল বিপত্তি। ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না দেশের এই দুই প্যারা অ্যাথলিট।

টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)-র দ্বারা ডোপ টেস্ট চলছে কমনওয়েলথ গেমসে অংশ নিতে চলা অ্যাথেলিটদের। সেই টেস্টেই উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন বার্মিংহ্যামে খেলতে যাওয়া নিশ্চিত করে ফেলা দুই প্যারা অ্যাথেলিট। পুনেতে এবং দিল্লিতে টেস্টিং-এর সময়ে এই দুই অ্যাথেলিটকে শনাক্ত করা হয়েছে। এই দুই ক্রীড়াবীদকেই আপাতত নির্বাসিত করা হয়েছে এবং ৩০ সদস্যের যে প্যারা স্কোয়াড বার্মিহ্যামে যাওয়ার কথা সেখান থেকে এই দুই জনকে বাদ দেওয়া হয়েছে। বুধবার ডোপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন দেশের দুই প্রথম সারির মহিলা অ্যাথলিট ১০০ মিটার এবং ৪*১০০ মিটারের বিশেষজ্ঞ ধনলক্ষ্মী শেখর এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু ডোপ টেস্টে অনুত্তীর্ণ হয়েছেন এবং বা পড়েছেন ৩৬ জনের দল থেকে।

সম্প্রতি সময়ে অন্বেষ কুমার সুরন্দ্রন পিল্লাই যিনি পুরুষদের শট পুট ক্যাটাগেরি ১এফ১-এ প্রতিদ্বন্দ্বীতা করেন এবং হরিয়াণার মহিলা প্যারা পাওয়ারলিফ্টার গীতা ডোপ টেস্ট উত্তীর্ণ হতে অসফল হন। তাঁদের মূত্রের স্যাম্পলে নিষিদ্ধ ড্রাহ পাওয়া গিয়েছে। পুনের ট্রেনিংস বেস থেকে গ্রহণ করা হয় অন্বেষের নমুনা। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্ব প্যারা পাওয়ারলিফ্টিং এশিয়া-ওসিয়ানিয়া ওপেন চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি পর্বের ক্যাম্পে জুন মাসে জহরলাল নেহরু স্টেডিয়ামে গীতার নমুনা সংগ্রহ করা হয়।

এই খবরে শিলমোহর দিযে পিসিআর সভাপতি দীপা মালিক বলেছেন, "আমি বিধ্বস্ত এই খবর শুনে। অ্যাথলিটদের জন্য আমার খারাপ লাগছে অকারণে শটকার্ট নিতে যায় এরা। আমরা এই বিষয়ে নিজেদের অনুসন্ধান করব। ফেডারেশন ক্রীড়াবীদদের সচেতন করার জন্য এত কিছু করবে, ওয়েবিনার করছে, সামনা সামনি কথা বলছে তার পরেও এই রকম ঘটায় আমি অত্যন্ত মর্মাহত। ডোপিং-এর জন্য আমাদের জিরো টলারেন্স পলিসি।"

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Two Commonwealth Games 2022 bound para athletes of India failed to clear dope test. Both of them have been handed provisional suspension and have been dropped from the 30 member para squad.
Story first published: Sunday, July 24, 2022, 14:38 [IST]