বিরাট কোহলির ব্যাড প্যাচ কাটছেই না। ১০০০ দিন স্পর্শ করতে চলেছে তাঁর ব্যাটে শতরানের খরা। ইংল্যান্ডের মাটিতেও ব্যর্থ তিন ফরম্যাটেই। নেটে চেনা ছন্দে দেখা গেলেও মাঠে নেমে বারেবারেই হতাশ করছেন। বিরাটের উপর অবশ্য আস্থা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্ট। মিলছে পর্যাপ্ত সুযোগ। তবে এমন প্রশ্নও থাকছে, আর কতদিন? বিশেষ করে অফ ফর্মে থাকা কিং কোহলিকে খেলাতে গিয়ে বাইরে বসাতে হচ্ছে ফর্মে থাকা ক্রিকেটারদের।
বিরাট কোহলি সপরিবারে এখন ছুটি কাটাচ্ছেন। সূত্রের খবর, আগামী মাসের গোড়া থেকে বিরাট কোহলি অনুশীলন শুরু করবেন। এমন জল্পনাও চলছে, বিরাটকে রানে ফেরাতে জুনিয়রদের সঙ্গে দলে রেখে তাঁকে জিম্বাবোয়ে সফরে পাঠানো হতে পারে। সেখানে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক খেলছে। এমনিতে ছন্দে ফেরার জন্য আদর্শ ফরম্যাট ৫০ ওভারের ক্রিকেট। কেন না, টি ২০ ক্রিকেটে বেশি সময় মেলে না। দ্রুত ঝোড়ো ইনিংস খেলা সেখানে গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের আগে ভারতের কোনও টেস্ট ম্যাচও নেই।
Again Virat Kohli gets out while playing the delivery on outside off-stumps. The old problem of Virat Kohli has appeared.#ViratKohli #INDvENG
— CRICKET VIDEOS🏏 (@Abdullah__Neaz) July 17, 2022
pic.twitter.com/SxyvTOxVge
বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে নিয়েছেন। অনেকের মতে, হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রে কয়েক মাস মাঠের বাইরে থাকা যেমন ইতিবাচক ভূমিকা নিয়েছে, বিরাট ততটা সময় না পেলেও যে ব্রেকটি পেলেন তা তাঁর ক্ষেত্রেও ইতিবাচক হবে। বিরাট কোহলি আগেই নির্বাচকদের জানিয়েছিলেন, তিনি এশিয়া কাপে খেলবেন। সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সকলেই একমত বিরাট যে মানের খেলোয়াড় এবং এতদিন এত রান করে এসেছেন তাতে তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। বিসিসিআই সভাপতি ওয়ান ইন্ডিয়া বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বলেন, বিরাট জানেন কীভাবে রান করতে হয়। না হলে তিনি এতদিন এত রান পেতেন না। ছন্দে ফেরার রাস্তা বিরাটই ঠিক করে ফেলবেন বলে আশায় সৌরভ।
The 👑 giving us another reason to #BelieveInBlue!
— Star Sports (@StarSportsIndia) July 23, 2022
Get your game face on & cheer for @imVkohli & #TeamIndia in their quest to win the #AsiaCup 2022 🏆!
Starts Aug 27 | Star Sports & Disney+Hotstar pic.twitter.com/Ie3119rKyw
এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরশাহীতে হবে। তা সম্প্রচার করবে স্টার স্পোর্টস। সেই এশিয়া কাপের প্রচারেই বিরাট কোহলির বিবৃতি প্রকাশ করা হয়েছে সম্প্রচারকারী ওই সংস্থার তরফে। যেখানে বিরাট কোহলি বলেন, আমার লক্ষ্য হলো ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতানো। তা নিশ্চিত করতে দলের জন্য যা কিছু করার জন্য আমি প্রস্তুত। বিরাট কোহলির ভক্তরাও রয়েছেন অধীর প্রতীক্ষায়। ইঙ্গিতপূর্ণ নানাবিধ ক্যাপশন দিয়ে বিরাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। কিন্তু রান আসছে না। ইংল্যান্ডে দুটি করে টি ২০ ও একদিনের ম্যাচ খেলেছেন। টি ২০ সিরিজে মাত্র ১২ রান ও একদিনের সিরিজে ৩৩ রান করেছেন।