BreakingNews: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা'র বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরক্টরেটের। আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের অন্তত ১৩টি জায়গাতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। মূলত শিক্ষক দুর্নীতি নিয়ে বড়সড় আর্থিক লেনদেন হয়েছে। এমনটাই মত তদন্তকারীদের। আর সেই টাকার হদিশ পেতেই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাতে থাকেন তদন্তকারী আধিকারিকরা। দিনের শেষে কার্যত বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

বিস্তারিত আসছে...

More ENFORCEMENT DIRECTORATE News  

Read more about:
English summary
Atleast 20 crore recovered from house of arpita mukherjee, close one of Partha Chatterjee
Story first published: Friday, July 22, 2022, 20:28 [IST]