ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে হারলেও শুরুটা ভালই করল ভারত। টসে জিতে আয়োজক দেশের অধিনায়ক নিকোলাস পুরান স্বাগত জানায় ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করার জন্য। কুইনস ওভালের পাটা পিচে শিখর ধাওয়ান অ্যান্ড কোম্পানি ভালই কাজে লাগাল এই সুযোগ। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের রান ৩০৮/৭।
এই ম্যাচে ক্রিকেট ঈশ্বর সঙ্গে না থাকায় অল্পের জন্য শতরান হাতছাড়া করেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শিখরের ব্যাট থেকে আসে ৯৭ রান। ভারতীয় দলের ৩০০ রান পেরনোর নেপথ্যে টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানের অবদান রয়েছে সব থেকে বেশি।
ভাগ্য সহায় থাকলে এ দিন আন্তর্জাতিক ক্রিকেটের ১৮তম শতরানটি পেতেই পারতেন শিখর। ধাওয়ানের ৯৭ রানের ইনিংস সাজানে ছিল ১০টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে। ভাগ্য দেবতা এ দিন হয়তো সন্তুষ্ট ছিলেন না শুভমন গিলের উপরও কারণ ভাল সেট হয়ে গিয়ে ৬৪ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। গিলের নিজের ইনিংস গড়েছিলেন ৬টি চার এবং দুইটি ছয়। চোট পাওয়া রবীন্দ্র জাডেজার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছে ৫৪ রান। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।
তবে, ব্যাটিং সহায়ক কুইন্স পার্ক ওভালে রান পাননি সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। সঞ্জু স্যামসন প্রথম একাদশে সুযোগ পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল বিভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখছে। সেখানে সঞ্জুর সুযোগ নষ্ট তাঁর জন্য সমস্যা সৃষ্টি করল। তবে, আরও দুইটি ম্যাচ রয়েছে নিজেকে প্রমাণ করার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন গুদাকেশ মোতি এবং আলজারি জোসেফ। ১০ ওভাকে ৫৪ রান খরচ করে দুই উইকেট পান মোতি, আলজারি জোসেফ দুই উইকেট পেতে খরচ করেছেন ৬১ রান। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট পান রোমারিও শেফার্ড এবং আকিয়ান হোসেন।