একক ভাবে অদ্বিতীয় হয়ে উঠছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্রিকেটর তিন ফরম্যাটেই তাঁর দাপট লক্ষ্যনীয়। আইসিসি'র ক্রমতালিকাই জানান দেয় তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের সেরার সেরা ক্রিকেটাই বর্তমানে বাবর আজম। পাকিস্তান অধিনায়কের লাগাতার সাফল্যে সেই দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেটের নক্ষত্ররা।
পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ জানিয়েছেন, যত দিন খেলবেন তত দিনই পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে রাখা উচিৎ বাবর আজমকে। এই সপ্তারের প্রথম দিকে রেকর্ড রান তাড়া করে শ্রীলঙ্কাকে গল টেস্টে পরাজিত করে পাকিস্তান। এই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ম্যাচি বাঁচিয়ে রেখেছিল একমাত্র বাবরের শতরান। মিয়াঁদাদ মনে করেন বাবরের অধীনে এক নতুন পাকিস্তানকে দেখা যাচ্ছে এবং গোটা দল তাঁর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ ভাবে খেলছে।
নিজের ইউটিউব চ্যানেলে জাভেদ মিয়াঁদাদ বলেছেন, "একটা ইউনিট হিসেবে খেলছে দল এবং এর জন্য আমাদের ক্রিকেটারদের এবং আমাদের এক নম্বর অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের প্রশংসা প্রাপ্য। ও (বাবর) আমাদের ক্যাপ্টেন কুল। কখনও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায় না এবং দারুণ ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দারুণ পারফর্ম করছে ও। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। অনেক সময় যখন অধিনায়ক পারফর্ম করতে ব্যর্থ হয় তখন তার প্রভাব খারাপ ভাবে পড়ে দলের উপর। যত দিন ও খেলবে তত দিনই দলের অধিনায়ক হিসেবে ওকে দায়িত্বে রাখা উচিৎ।" পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্ট এবং ২৩৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মিয়াঁদাদ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচে টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচটি পাকিস্তান খেলবে গলে। ২৪ জুলাই থেকে শুরু হবে সেই টেস্টটি। এই টেস্টে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান শিবির। হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের এক নম্বর পেসার শাহিন শাহ আফ্রিদি।