২১ জুলাইয়ের পরের দিনই দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২২ হাজারে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬০ জন। সর্বাধিক মৃত্যু হয়েছে কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২২ জন।