পরেশ অধিকারীর বাড়িতে ইডি হানা
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে আজ সকাল থেকেই শুরু হয়েছে ইডি তল্লাশি। তাঁর মেখলিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারীকরা। তল্লাশি শুরুর সময় থেকে বাড়ির ভেতরে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আবার বাড়ির বাইরেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যদিও মন্ত্রী নিজে এখন মেখলিগঞ্জের বাড়িতে েনই। তিিন কলকাতায় রয়েছেন। মন্ত্রীকে আগাম না জািনয়েই তল্লাশি চালাতে শুরু করেছে ইডির অফিসাররা।
মুড়ি খেতে দিতাম
পরেশ অধিকারী জািনয়েছেন, তিনি এখন মেখলিগঞ্জের বাড়িতে নেই। তিিন থাকলে এক থালা মুড়ি খেতে দিতেন ইডি আধিকারীকদের। এমনই মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই নিয়ে বার্তা দিতে গিয়ে বলেছেন, এবার থেকে বাড়িতে ইডি সিবিআই এলে এক থালা মুড়ি খেতে দেবেন আর পাশে গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন। দল নেত্রীর সেই বার্তার রেশ টেনেই ইডি আধিকারীকদের কটাক্ষ করেছেন মন্ত্রী।
বাড়ির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না
ইডি তল্লাশি চলছে মন্ত্রীর মেখলিগঞ্জের বাড়িতে। কিন্তু তিনি কলকাতায় রয়েছেন তাই যোগাযোগ করতে পারছেন বাড়ির কারোর সঙ্গে। মন্ত্রীকে এর আগে একাধিকবার সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে। দুর্নীতির কারণে তাঁর মেয়ের চাকরি গিয়েছে। বেআইনি ভাবে মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। সিবিআইয়ের তরফ থেকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দােয়র করা হয়েছে।
পার্থর তল্লাশি
দুর্নীতি মামলায় টিএমসি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি শুরু করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের নাক তলার বাড়িতে চলছে তল্লাশি। তদন্তকারী আধিকারীকরা জানিয়েছেন এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। সেকারণেই এই তল্লাশি। এসএসসির একাধিক কর্তার বাড়িকেও ইডি তল্লাশি শুরু করেছে।