একেবারে ম্যারাথন জেরা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার সকালেই তাঁর বাড়িতে পৌঁছে যান এনফোর্মেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর এরপর প্রায় ১৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। এখনও জেরাপর্ব চলছে বলেই জানা যাচ্ছে। আর এর মধ্যেই প্রায় ১০ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান আরও এক ইডির আধিকারিক।
একেবারে কেন্দ্রীয় বাহিনী'র ঘেরাটোপেওই আধিকারিক আসেন। ফলে একেবারে টানটান নাটক! কোন পথে পরিস্থিতি? একাধিক জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে।
আর সেই পরিস্থিতি তৈরি হতেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা'র বাড়ি থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধারের পরেই টুইট তৃণমূল মুখপাত্রের। সেখানে তিনি জানিয়েছেন, '' ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।'' আর এই টুইট ঘিরেই শুরু হয়েছে জোড় বিতর্ক।
ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 22, 2022
২০ কোটি টাকা উদ্ধার হতেই কি তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে শাসকদল। অন্যদিকে জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হল। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের তিনজন আইনজীবীকেও তলব করা হয়েছে বলে জনা যাচ্ছে। সূত্রে খবর, পার্থবাবুকে জেরা করে ২০ কোটি টাকার উৎসের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
West Bengal | Another team of ED arrives at the residence of Partha Chatterjee, former West Bengal Education Minister, in Kolkata. The interrogation continues over the SSC recruitment scam, central forces outside his residence pic.twitter.com/wtQ9NGaMWs
— ANI (@ANI) July 22, 2022
প্রসঙ্গত, এএনআইকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে'র এক আধিকারিক জানিয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই অর্পিতা মুখোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই দাবি করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। আর এরপরেই পার্থবাবুকে এই বিষয়ে জেরা করা হচ্ছে বলেই খবর।
অন্যদিকে অর্পিতাকে জেরা করেও বিপুল এই টাকার উৎস খোঁজার চেষ্টা চলছে বলে খবর। তবে ইডির প্রাথমিক অনুমান বিপুল পরিমাণ এই টাকা আদৌতে নিয়োগ কেলেঙ্কারি'র টাকা। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।