কেরল তথা দেশে মাঙ্কিপক্সের তৃতীয় সংক্রমণ! আক্রান্ত ব্যক্তি ফিরেছিলেন UAE থেকে

দেশে মাঙ্কিপক্সের (monkeypox) তৃতীয় (third) সংক্রমণের ঘটনা। আগের দুই ঘটনার মতো এবারও আক্রান্ত ব্যক্তি কেরলের (Kerala) বাসিন্দা। ৬ জুলাই বছর ৩৫-এর ওই ব্যক্তি সংযুক্ত আরব আমীর শাহি থেকে ফিরেছিলেন কেরলে মালাপ্পুরমে। ফিরে আসার পরেই তিনি জ্বল নিয়ে কেরলের ম্যানজেরি মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৫ জুলাই থেকে তাঁর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিতে শুরু করে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন,. ওই ব্যক্তির পরিবারের অন্য সদস্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নেহরুর তোলা প্রথম তেরঙ্গার ছবি শেয়ার মোদীর! স্বাধীনতার ৭৫ বছরে 'ঘরে ঘরে তেরঙ্গা'র অনুরোধনেহরুর তোলা প্রথম তেরঙ্গার ছবি শেয়ার মোদীর! স্বাধীনতার ৭৫ বছরে 'ঘরে ঘরে তেরঙ্গা'র অনুরোধ

More INFECTION News  

Read more about:
English summary
India and Kerala reports third monkeypox infection case
Story first published: Friday, July 22, 2022, 14:16 [IST]